হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দিনমজুর স্বরস্বতি

প্রভাবশালী প্রতিপক্ষের লোকজনে। হামলায় গুরুতর আহত হয়ে এখন বরিশালের গৌরনদী হপাসাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দিনমজুর স্বরস্বতি বৈদ্ধ (৩২)। চিকিৎসকেরা জানিয়েছেন জরুরি ভিত্তিতে স্বরস্বতির অপারেশন করা না হলে তাকে বাঁচানো যাবে না। উল্টো প্রভাবশালী প্রতিপক্ষের লোকজনে থানায় মামলা দিয়ে ওই গৃহবধূর পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, তুচ্ছ ঘটনার জেরধরে আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামের দিনমজুর বিপুল বৈদ্ধর স্ত্রী দু’সন্তানের জননী দিনমজুর স্বরস্বতি বৈদ্ধ ও তার স্বামী বিপুল বৈদ্ধকে গত শনিবার সন্ধ্যায় পিটিয়ে মারাত্মক আহত করে একই বাড়ির প্রভাবশালী প্রতিপক্ষ দলিল লেখক মুকুন্দ লাল বরকান্দাজ ও তার কলেজ পড়ুয়া কন্যা রিপা বরকান্দাজ। হামলায় তিনমাসের অন্তঃস্বত্তা স্বরস্বতি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় স্বরস্বতিকে হাসপাতালে নেয়ার পথে প্রতিপক্ষের ভাড়াটিয়া লোকজনে হাসপাতালে নিতে বাঁধা প্রদান করে। এসময় স্থানীয়দের চাঁপের মুখে ভাড়াটিয়া লোকজনে পিছু হটে। পরবর্তীতে ওইদিন রাতেই স্বরস্বতিকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। স্বরস্বত্তি বৈদ্ধর চিকিৎসক ডাঃ সেকান্দার আলী মোল্লা জানিয়েছেন, অর্তকিত হামলায় স্বরস্বতির গর্ভের বাচ্চা নষ্ট হয়ে গেছে। জরুরি ভিত্তিতে তাকে (স্বরস্বতিকে) এম.আর অপারেশন করা না হলে তাকে বাঁচানো যাবে না। বর্তমানে অর্থাভাবে হাসপাতালে শষ্যাশয়ী রয়েছেন দিনমজুর স্বরস্বতি বৈদ্ধ।

সূত্রমতে, প্রতিপক্ষের লোকজনে মামলা থেকে রেহাই পেতে উল্টো থানায় ৪ জনকে আসামি করে মিথ্যে মামলা দিয়ে হয়রানি শুরু করেছে। স্বরস্বতির স্বামী দিনমজুর বিপুল বৈদ্ধ জানান, তাদের ওপর হামলার ঘটনায় বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টিসহ স্থানীয় গন্যমান্যদের কাছে বিচার দিয়েছেন। তারা মামলা না করার জন্য পরামর্শ দিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি নিস্ফত্তি করবেন বলে জানিয়েছেন।