বরিশালকে আবার প্রধান খাদ্য শষ্য ভান্ডার হিসেবে গড়ে তোলা হবে

বরিশালকে আবার প্রধান খাদ্য শষ্য ভান্ডার হিসেবে গড়ে তোলা হবে। বর্তমান সরকারকে তিনি কৃষি বান্ধব সরকার আখ্যা দিয়ে বলেন, বিশ্ব বাজারে সারের দাম বাড়ছে। অথচ বাংলার কৃষকদের কথা চিন্তা করে বতর্মান সরকার তৃতীয় দফায় সারের দাম কমিয়েছে। এতো অল্প দামে বিশ্বে আর কোথাও সার পাওয়া যায়না। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, বিএডিসির বীজ ভালো বীজ। আপনারা এ বীজ ক্রয় করে চাষাবাদ করবেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত সাকোকাঠী গ্রামের সার্বজনীন দূর্গা মন্দির মাঠ প্রাঙ্গনে কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেছেন। বিএডিসির কর্তৃক আয়োজিত খাল খনন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে বিএডিসির চেয়ারম্যান ড. এসএম নাজমুল ইসলাম বলেন, এককালের শষ্যভান্ডার বরিশাল আজ পানি শূণ্যতায় ফসল শূণ্য হতে চলেছে। এ জন্য বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএডিসির তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল ইসলাম, অতিরিক্ত পরিচালক শাহে আলম, প্রকৌশলী আবুল কাসেম, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহে আলম মঞ্জু, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম। বক্তব্য রাখেন কৃষক নুরে আলম মোল্লা প্রমুখ।

মতবিনিময় সভার পূর্বে প্রধান অতিথি এসকেভেটার দিয়ে জনগুরুতপূর্ণ সরিকল-বাটাজোর খালের দুই কিলোমিটার খান খননের উদ্বোধন করেন। শেষে পশ্চিমচন্দ্রহার ইরি ব্লকের বাংলামতি ধানের নমুনা কর্তন কাজের উদ্বোধন করেন। একইদিন বিকেলে প্রধান অতিথি মাহিলাড়া কৃষি ব্যাংকের উদ্যোগে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ও সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুরূপ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।