আউলিয়াপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

পিটিয়ে জখম এবং নগদ টাকা-মোবাইল সেট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুল মন্নান খলিফা গত ২০ এপ্রিল বরিশালের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানা যায়, ব্যবসায়ী মন্নান খলিফা আউলিয়াপুরে তার দোকান ঘর পাকা করিতে চাইলে চাঁদাবাজ মাসুদ আলম মৃধা ও সাদ্দাম মৃধারা তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। মন্নান গত ১৬ এপ্রিল ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রাত অনুমান ৮টায় বরিশাল লঞ্চঘাটে যায়। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চাঁদাবাজ মাসুদ আলম মৃধা, সাদ্দাম মৃধা, শামীম মৃধা, সোহাগ মৃধা, শাহজাহান হাওলাদার, সবুজ বিশ্বাস ও মনির বিশ্বাস অস্ত্রসহ মন্নানের পথরোধ করে পূর্বের দাবীকৃত ৫০ হাজার টাকা দিতে বলে। তিনি টাকা দিতে অস্বীকার করিলে মাসুদ ও সাদ্দামরা তাকে কিল ঘুষি মারিয়া ফুলা বেদনাদায়ক জখম করে। এ সময় তারা মন্নানের নগদ ৬ হাজার টাকা ও একটি নোকিয়া মোবাইল সেটসহ ১৩ হাজার টাকার মালামাল ছিনাইয়া নেয়। এসময় তার ডাক চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে এসে তাকে উদ্ধার করে। যাবার সময় সন্ত্রাসীরা দাবীকৃত ৫০ হাজার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। ব্যবসায়ী মন্নান খলিফা ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান।