প্রধানমন্ত্রী আপনি ব্যর্থ : আপনি কথা দিয়ে কথা রাখেন না

প্রধানমন্ত্রী, ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর ওয়াদা কোথায় গেল? আপনাকে ধন্যবাদ মাননীয়া প্রধানমন্ত্রী- এইখানে উল্লেখ্য প্রধানমন্ত্রী বলতে অবশ্যই আওয়ামী লীগের প্রধানকে চিনবনা, কারণ একজন প্রধানমন্ত্রী কোন দলের হইতে পারেন না, যখনই কেউ দেশের প্রধানমন্ত্রী হইলেন তখনি তিনি সমগ্র বাংলাদেশের মানুষের দায়িত্ব মাথায় নিলেন। তার কোন নিজস্ব দল নাই, দেশের সব মানুষের মঙ্গল দেখা তখন তাহার ফরজ। কিন্তু প্রধানমন্ত্রী মনে হয় এখনো দলের বেড়া ডিঙ্গাইতে পারেন নাই অন্তত উনার কার্যক্রম দেখে উনার স্টেন্টবাজী বারেবারে বেড়িয়ে পড়ে। বাঙ্গালী জাতি যে সর্বোচ্চ আসনে বসেও দলের উর্ধে উঠে চিন্তা করতে পারে না সেটা আমাদের হাতে কলমে বুঝিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয়া প্রধানমন্ত্রী।

১) মাননীয়া প্রধানমন্ত্রী ক্ষমতার আসার পর সর্বপ্রথম বিদেশ সফর করলেন সৌদি আরবে। যথারীতি উনার পুত্র সহ লেডিস বাহিনী সাথে নিয়ে গেছেন। উদ্দেশ্য ছিলো ওমরা করা ও দীর্ঘ ৩/৪/৫ বছর ঝুলে থাকা প্রায় ২৫ লক্ষ বাঙ্গালীর ওয়ার্ক পারমিট ও স্পন্সরশীপ ট্রান্সফারের ব্যাপারে সৌদি সরকার যেই নিষেধাজ্ঞা জারী করেছে সেটার সমাধান করা। এই মর্মে উনি সেখানের আমির উমরাদের সাথে মিটিং করলেন। আমির উমরাগন মিটিঙ্গে খেজুর খাইলেন এবং মাননীয়া প্রধানমন্ত্রীর হাতে দুইটা বিচি(খেজুরের) ধরাইয়া দিয়া আস্বস্ত করলেন সব ১৫ দিনের মইধ্যে ঠিক হয়ে যাবে। দিপুমনি পত্রিকায় সেই মর্মে বানীও ছাড়লেন। আর আমাদের লেডিস বাহিনী সমেত মাননীয়া প্রধানমন্ত্রী আশ্বস্ততার বিচি (খেঁজুরের) হাতাইতে হাতাইতে দেশে ফিরলেন। আদৌ ২৫ লক্ষ বাঙ্গালী মরুতে গুমরে কাঁদে। সেই ১৫ দিন আর আসে নাই। দেশের মোট রেমিটেন্সের ৬০/৭০% উপার্জনকারী সৌদি প্রবাসীদেরদের প্রতি যেই মায়া আপনি দেখিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ মাননীয়া প্রধানমন্ত্রী।

১.১) আন্তর্জাতিক শ্রম বাজারে আজ বাংলাদেশীরা নিপীড়িত নিগৃহীত ও লাঞ্ছিত। দিনবদলের কথা বলে থাকলেও আজো এই প্রবাসী কামলাদের জন্য সুষ্ঠ আন্তর্জাতিক শ্রম নীতিমালা বানাতে পারেন নাই মাননীয়া প্রধান মন্ত্রী। তাই সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ মাননীয়া প্রধানমন্ত্রী।

 

২) তেলগ্যাস ও সমুদ্রসীমা নির্ধারণ নিয়া আপনি আমাদের দেশের সকল বুদ্ধিজীবীদের আরাম হারাম করেছিলেন। আমাদের সমুদ্রগর্ভে আবিষ্কৃত সেই সব স্পট পার্শবর্তী দেশের কবল থেকে রক্ষা করতে এখনো কোন কার্যকর ভুমিকা না নিতে পারায় ও জাতীয় সম্পদ আদৌ অরক্ষিত রাখায় সমগ্র দেশের মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ মাননীয়া প্রধান মন্ত্রী।

৩) আপনার নির্বাচনী ইস্তিহার/প্রচারণায় বলেছেন ঘরে ঘরে আপনি চাকুরীর ব্যাবস্থা করবেন। এক চতুর্থাংশ সময় পেরিয়ে এসে আপনি জবাব দেন কয়টা নতুন চাকুরীর পদ তৈরী করেছেন? কয়টা ঘরে চাকুরী পৌঁছে দিতে পেরেছেন? আপনার এই অপারগতায় সমগ্র বাংলার ঘরে ঘরে অবস্থান করা বেকারদের তরফ থেকে আপনাকে ধন্যবাদ মাননীয়া প্রধানমন্ত্রী।

৪) আপনি ৭৫ এর ঘাতকদের ধরে এনে তাদের ঝুলিয়েছেন এ জন্য ধন্যবাদ দেবোনা কিন্তু কৃতজ্ঞতা জানাতে কার্পণ্য করবনা। কিন্তু আপনার নির্বাচনী ওয়াদা পূরণ তথা উল্লেখিত যুদ্ধাপরাধীদের বিচার কল্পে আজ পর্যন্ত কয়টা যুদ্ধাপরাধীকে ঝুলিয়েছেন? কিংবা কয়টা যুদ্ধাপরাধীকে প্রাথমিক পর্যায়ে গ্রেফতার করেছেন? কিংবা কয়টা যুদ্ধাপরাধ মামলা করেছেন? আপনার এই টালবাহানার জন্য সমগ্র দেশবাসীর তরফ থেকে আপনাকে ধন্যবাদ মাননীয়া প্রধানমন্ত্রী।

৫) আপনি ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করবেন বলছেন। আদালত থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরো কেনো সেটা বন্ধ করছেন না সেটা আজ আমি জানতে চাইবো না। তবে আপনার এই বিলম্বের জন্য ঠিক যতোগুলো প্রান ঝরেছে আর ঝরবে তার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয়া প্রধানমন্ত্রী।

৬) আপনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে নাম বদলে শাহজালাল বানিয়েছেন। সেই মর্মে আপনি বলেছেন আপনি বিএনপিকে শিক্ষা দেয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে এটা করেছেন। আপনার প্রতিহিংসা বাস্তবায়নের প্রাথমিক খরচ ধরা হয়েছে মাত্র ৫০ কোটি টাকা। যদিও জানিনা মাধমিক বা আখেরি খরচ কত? শুধু জানতে চাইবো এই ৫০ কোটি টাকা কি এই অংশটুকু প্রকাশযোগ্য নয়×] এসেছে? যদি এই অংশটুকু প্রকাশযোগ্য নয়×] এসে থাকে তবে আসুন একটা অংক করি। একটা ভ্রাম্যমান এই অংশটুকু প্রকাশযোগ্য নয়×] প্রতি বার এই অংশটুকু প্রকাশযোগ্য নয়×] খাওয়ার জন্য যদি গড়ে ১০০ টাকা পায় তবে এই ৫০ কোটি টাকা = ৫০ লক্ষ [×এই অংশটুকু প্রকাশযোগ্য নয়×] এই অংশটুকু প্রকাশযোগ্য নয়×] খাওয়া। এই ভাবে আপনার প্রতিহিংসার জন্য জনগণকে এই অংশটুকু প্রকাশযোগ্য নয়×] জন্য আপনাকে ধন্যবাদ মাননীয়া প্রধানমন্ত্রী।

৭) আপনি পণ করেছেন দেশের যতো সরকারী স্থাপনা আছে সব জায়গা থেকে জিয়ার নাম মুছে ফেলবেন। আপনার যুক্তি স্বৈরাচারী কোন রাষ্ট্রপ্রধানের নামে কোন সরকারী স্থাপণার নাম থাকবে না। আমি আপনার সাথে শতভাগ সহমত পোষন করলাম মাননীয়া প্রধানমন্ত্রী। সমস্ত স্বৈরাচারের নাম বাংলা থেকে মুছে দেয়া দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে মাননীয়া প্রধানমন্ত্রী, এরশাদ নামক এই অংশটুকু প্রকাশযোগ্য নয়×] ছেলে আপনার আঁচলের তলায় কি করে মাননীয়া প্রধান মন্ত্রী? এরশাদের নির্যাতন নিপীড়ন বাংলার মানুষ ভুলে গেছে? স্বৈরাচারকে পূনর্বাসন করে এবং এখন পর্যন্ত সুরক্ষিত রেখে এভাবে আপনার মুখে স্বৈরাচার বিরোধী কথা মোটেও মাননীয়া প্রধানমন্ত্রী। আপনার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ উদ্দেশ্য চরিতার্থ করতে জনগণকে এভাবে কুমিরের বাচ্চা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ মাননীয়া প্রধানমন্ত্রী।

৮) উপরোক্ত ৪, ৫, ৬, ৭ অংশে বর্নীত অংশের দ্বারা আপনি আজ দেশকে সম্পূর্ণ ঘোলা পানিতে রুপান্তরিত করেছেন মাননীয়া প্রধানমন্ত্রী। আজ আপনার দোলানো দোদুল্যমান আশায় জাতি দোলে মাননীয়া প্রধানমন্ত্রী। কেউ জানতে চায়না ঘোলা পানির নীচে সড়ক ও জনপথ মন্ত্রনালয়ে কতো হাজার কোটি টাকা দুর্নীতি করছে আপনার মন্ত্রীরা। কেউ জানতে চায় না স্থানীয় সরকার পল্লীউন্নয়ন মন্ত্রনালয়ে কতো হাজার কোটি টাকা দুর্নীতি করছে আপনার মন্ত্রীরা। কেউ জানতে চায় না বিদ্যুত ও জ্বালানী (গ্যাস=কয়লা) মন্ত্রনালয়ে কতো হাজার কোটি টাকা দুর্নীতি করছে আপনার মন্ত্রীরা। কেউ আর জানতে চায় না মন্ত্রনালয়ে কতো হাজার কোটি টাকা দুর্নীতি করছে আপনার মন্ত্রীরা। দেশকে এমন ঘোলা পানিতে মৎস স্বীকার করার উৎকৃষ্ট জায়গা বানিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয়া প্রধানমন্ত্রী।

৯) আপনি নির্বাচনী প্রচারণায় বলেছেন দৈনন্দিন ভোগ্য পন্য (যথাঃ চাল ডাল নুন তেল আলু পেঁয়াজ মাছ মাংস মুরগী ইত্যাদী) সহ সকল পন্যের দাম অভাবনীয় হারে কমিয়ে জীবন যাত্রার মান বৃদ্ধি তথা দারিদ্র্য বিমোচন করবেন। একের পর এক ইস্যু তৈরী করে সেগুলো সমাধান না করে পেন্ডিং রেখে পাব্লিকের ভিউ অন্য দিকে নিয়ে যেতে সামর্থ হলেও সাধারণ মানুষের জীবন যাত্রার মান একচুলও বৃদ্ধি করতে না পাড়ায় আপনাকে ধন্যবাদ মাননীয়া প্রধানমন্ত্রী।

আপনাকে আরো অনেক ধন্যবাদ দেয়ার ছিলো মাননীয়া প্রধানমন্ত্রী। কামলা দিয়ে খাইতো তাই এই ধন্যবাদ জ্ঞাপনের জন্য সেই সময়টা ব্যয় হয় তার একটা মূল্য নিজেকে পরিশোধ করতে হয়। আমার এই অপারগতা নিশ্চই আপনি ক্ষমা করবেন সেই জন্য আপনাকে ধন্যবাদ মাননীয়া প্রধানমন্ত্রী।

http://www.youtube.com/watch?v=NmSOhEbvTso

Source : Gournadi, Gournadi.com WatchDog AmiBangladesHi.OrG

and

Main Writer : MURUBBINagorikBLoG.cOm