আগৈলঝাড়ায় ডেসটিনির অনুষ্ঠান নিয়ে তোলপাড়

ও সেলিব্রেট অনুষ্ঠান নিয়ে ওই এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ডেসটিনির আপত্তিকর কর্মকান্ড নিয়ে স্থানীয় মুসুল্লীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, ডেসটিনির ওই অনুষ্ঠানের শুরুতে কোরান তেলওয়াত না করে প্রথমে গীতা পাঠ করা হয়। গীতা পাঠের পর কোরান তেলওয়াত করায় অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশরাই বিব্রত বোধ করেন। এ খবর মুহুর্তের মধ্যে উপজেলা সদরে ছড়িয়ে পরলে স্থানীয় মুসুল্লীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।  

ডেসটিনির এ আপত্তিকর কর্মকান্ডের প্রতিবাদে স্থানীয় মুসুল্লীরা শুক্রবার বাদ মাগরিব প্রতিবাদ সভা করেছেন। আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল হালিমুজ্জান মৃধার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে প্রকাশ্যে মুসুল্লীদের কাছে ডেসটিনির কর্তৃপক্ষ এ ঘটনায় ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয়।  
 

এ ব্যাপারে ডেসটিনির আগৈলঝাড়ার গোল্ড ডিষ্টিবিউটর পলাশ মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোরান তেলওয়াতের জন্য পূর্ব নির্ধারিত ব্যক্তি অনুষ্ঠানস্থলে অনুপস্থিত থাকায় প্রথমে গীতা পাঠ করানো হয়েছে। পরবর্তীতে আবার কোরান তেলওয়াত করানো হয়েছে। তিনি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন।