বরিশালের মালবাহী কার্গো জাহাজে ডাকাতি

রাতে চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে পড়ে। এসময় সশস্র ডাকাত দল কার্গোর স্টাফদের উপর হামলা চালিয়ে ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম করে। কার্গোর ড্রাইভার মোঃ শাহজাদা জানিয়েছেন, ডাকাত দল নগদ অর্থ, মোবাইল ও মালপত্রসহ প্রায় ২ লক্ষ টাকা লুট করে নিয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শনিবার রাতে চট্টগ্রাম থেকে মালবাহী কার্গো জাহাজ এম.ভি চিত্ত মাষ্টার সিমেন্ট তৈরির কাচামাল নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে রাত ৯ টায় নোয়াখালীর বাতির খালে ২৫/৩০ জনের সশস্র ডাকাত দল আকষ্মিক হামলা চালায়। ডাকাদ দল শুরুতে পাথর নিক্ষেপ করে কার্গো স্টাফদের বেকায়দায় ফেলে দেয়। পরে রামদা দিয়ে কার্গোর গ্লাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্টাফদের এলোপাথারী কোপাতে থাকে। হামলায় মাষ্টার দেলোয়ার হোসেন, শুকানি মোঃ সুমন, লস্কর সোহাগ ও ইব্রাহিম গুরুতর আহত হয়েছে। আহতদের গতকাল রোববার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কার্গোর ড্রাইভার মোঃ শাহজাদা দাবী করেছেন, ডাকাত দল তাদের কাছ থেকে নগদ অর্থ, ৭ টি মোবাইল সেট, কাপর-চোপরসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।