শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ॥ স্মারকলিপি পেশ

Gournadi Teachersমাধ্যমিক শিক্ষক ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করে ইউএনও’র কাছে স্মারকলিপি পেশ করেছেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরনদী শাখার উদ্যোগে সকাল দশটায় উপজেলার ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমিতির বরিশাল জেলা শাখার সভাপতি আঃ মালেক হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুল আলম, সমিতির গৌরনদী শাখার সভাপতি মোঃ ইসাহাক আলী, সম্পাদক তারক চন্দ্র দে, প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল, সহকারী শিক্ষক এইচ.এম ইলিয়াস হোসেন, মোঃ অলিউল্লাহ, ইদ্রিস হোসেন তালুকদার প্রমুখ। শেষে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষকদের দাবিগুলো হচ্ছে-সরকারী শিক্ষক কর্মচারীদের সমপরিমান বেতন ভাতা, বাড়ি ভাড়া, উৎসব, মেডিকেল ও কল্যান ভাতা প্রদান, মাসের প্রথম সপ্তাহে বেতন ভাতা প্রদান, চাকুরীর বয়সসীমা ৬০ বছর থেকে ৬৫ বছরে উন্নীত করন এবং দ্রুত সরকার কর্তৃক ঘোষিত শিক্ষানীতিসহ আটদফা দাবির বাস্তবায়ন।