বরিশালে প্রেমিক-প্রেমিকা আটক

এক আবাসিক হোটেল থেকে প্রেমিক-প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় আটক করে বিয়ে দিয়েছে পুলিশ। উভয়ের পরিবারের সম্মতিতে গত শনিবার রাত ১১ টায় আলেকান্দা নূরিয়া স্কুল সংলগ্ন কাজী অফিসে গোয়েন্দা পুলিশের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

জানা যায়, নগরীর আমতলা মোড় এলাকার মানিক মিয়া মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ইউনূস খানের মেয়ে রাজিয়া আক্তার এ্যানির সাথে দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় বায়িং হাউজে কর্মরত রায়হান নামের এক যুবকের মন দেয়া নেয়া চলে আসছিল। রায়হান শনিবার ছুটি নিয়ে বরিশালে এসে প্রেমিকাকে নিয়ে প্যারাডাইস হোটেলে উঠে গোপনে মিলিত হয়। মহানগর গোয়েন্দা পুলিশ রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে প্রেমিক যুগলকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশ অবিভাবকদের খবর দিয়ে তাদের বিয়ের আয়োজন করে।

এ সময় নগরীর আল-জাজিরা, পাতারহাট, চানপুরা, প্যারাডাইস ১, প্যারাডাইস-২, হোটেল গালিব ও নাসির আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েক জন দালাল, পতিতা ও খদ্দেরকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো- মোস্তফা তালুকদার, নয়ন, হেলাল, গীতা রাণী, অর্পা, মায়া ও মাসুম বিল্লাহ। ডিবির সহকারী পুলিশ কমিশনার এবিএম মাসুদের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ডিবির এসি এবিএম মাসুদ বলেন, অভিযানে আটককৃত অন্যদের সঙ্গে ওই প্রেমিক যুগলকেও প্রথমে আদালতে চালান দিতে চেয়েছিলাম। পরে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিভাবকদের খবর দেই। তারা এসে ছেলে-মেয়েদের মতামত অনুযায়ী বিয়ের ব্যবস্থা করেন।