উজিরপুরের শিবপুরে বিক্ষোভ মিছিল

ও জমির পাকা ধান রক্ষার্থে রাস্তায় নেমেছে শত শত নারী পুরুষ । ধান কাটার মৌসুম শুরু হওয়ার সাথে সাথে উজিরপুর উপজেলার প্রত্যন্ত বিল অঞ্চলের সাতলার শিবপুর গ্রামের ৫শত একর জমির পাকা বোরো ধান কেটে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ওই গ্রামের ভূমিদস্যূ আজহার আলীর পুত্র, আইনুল ইসলাম মহুরী, রব হাওলাদারের পুত্র, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন সরদারের পুত্র, মোখলেছ সরদার সহ তাদের লাঠিয়াল বাহিনী । ভূমিদস্যুদের হাত থেকে জমির মালিকদের পাকাঁ ধান ও ভিটে বাড়ি রক্ষার দাবীতে গতকাল রবিবার সকালে শিবপুর বেরিবাধে শত শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল করেছে।

সরেজমিনে ঘটনাস্থল  গিয়ে জানা গেছে, ওই গ্রামের ভূমিদস্যূ আইনুল মহুরী , হাবিবুর রহমান ও মোকলেছ সরদার দীর্ঘ ২৫ বছর যাবত শিবপুর গ্রামের স্থায়ী ও পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমির মালিকদের উৎখাত করে অবৈধ ভাবে তাদের জমি জাল দলিল , ভূয়া নিলাম ও  বটতলার তৈরি ডিক্রী দিয়ে শত শত একর জমি হাতিয়ে নেওয়ার পায়তারায় লিপ্ত আছে বলে ক্ষতিগ্রস্থ চিত্তরঞ্জন হাওলাদার (৭৫), যোগীন্দ্রনাথ হাওলাদার (৭২), আব্দুর রহমান বেপারী (৮০), রাবেয়া বেগম (৫৫), আব্দুর জব্বার হাওলাদার (৮০), সুলতান বেপারী (৭০) সহ শতাধিক ব্যক্তি প্রকাশ্যে অভিযোগ করেছেন। ভূক্তভোগী জমি মালিকদের নানা ভাবে হয়রানি করার উদ্দেশ্যে উল্লেখিত ভূমি দস্যুরা  বাদী -স্বাক্ষী একত্রিত হয়ে আদালত ও থানায় প্রায় ২০টি মিথ্যা মামলা দিয়ে এলাকার নারী পুরুষদের গ্রাম ছাড়া করার অপকৌশলের মিশন হাতে নিয়েছে বলে ব্যাপক অভিযোগ পাওয়া গেছে । যার ফলশ্র“তিতে গত ২৫ বছরে শিবপুর গ্রামের প্রায় ২৫টি সংখ্যালঘূ পরিবারকে ভিটে বাড়ি ছাড়া করে ভারতে যেতে বাধ্য করেছে ভূমিদস্যুরা ।

এছাড়া ভূমিদস্যূ হাবিব ও মোকলেছ সরদার ওই গ্রামের একাধিক বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের নির্যাতন ও ধর্ষনের মত  ঘটনা ঘটিয়েছে বলেও  অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্থ মালিকেরা  শত শত একর জমি ও জমির পাকা ধান ভুমি দসূদের কবল থেকে রক্ষার দাবী জানিয়েছেন । এব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের কাছে জানতে চাইলে তিনি ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে জানান।