বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামে গতকাল বুধবার দুপুরে শুপারি গাছের চাঁপায় ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের মামা দিয়াশুর গ্রামের আল-আমিন হোসেন গতকাল বুধবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী বাগানে একটি শুপারি গাছ কাটছিলেন। হঠাৎ করে তার ভাগ্নে একই গ্রামের শাহ আলম হাওলাদারের ৫ বছরের শিশু পুত্র রায়হান তার কাছে যাওয়ার সময় শুপারি গাছটির নিচে চাঁপা পরে। এতে রায়হান মারাত্মক ভাবে আহত হয়। গুরুতর অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রায়হান মারা যায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।