ঘাতক হলিকেয়ার বন্ধে জেলা প্রশাসকের নিকট আবেদন

বন্ধের দাবীতে এবার বরিশালের জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়েছে। আজ সোমবার দুপুরে বরিশালের আঞ্চলিক পত্রিকা দৈনিক শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশীদ নোমানী জনস্বার্থে আবেদনটি করেন। তিনি জনস্বার্থে আদালতে মামলা করারও প্রস্তুতি নিচ্ছেন।

আবেদনে বলা হয়েছে নগরীর সিএন্ডবি রোডস্থ মাদকাসক্ত নিরাময় নামের হলিকেয়ার প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক বছর ধরে সরকারী কোন অনুমোদন ছাড়াই চলছে। বৈধতাবিহীন এই প্রতিষ্ঠানে গত ১৬ এপ্রিল টিএন্ডটি’র কর্মচারী জাকির হোসেনকে হত্যা করা হয়েছে। হত্যার এ বিষয়টি ফলাউ করে গৌরনদী ডট কম, শীর্ষ নিউজ ডটকম, দৈনিক যুগান্তর, আইএনবি, আজকের বার্তা, শাহনামা, বিপ্লবী বাংলাদেশ, পরিবর্তন, ভোরের অঙ্গীকার পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এছাড়া চ্যানেল এটিএন বাংলা ও ইসলামিক টিভিতে প্রচার করা হয়। আবেদনে বলা হয়েছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র স্থাপন করতে যা প্রয়োজন তার কোনটিই এ প্রতিষ্ঠানে নেই। এরমধ্যে মাদক দ্রব্য নিয়ন্দ্রন অধিদপ্তরের অনুমোদন, ট্রেড লাইসেন্স, সিভিল সার্জন অফিসের অনুমোদন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমোদন, ফায়ার বিগ্রেডের অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, আয়কর প্রত্যায়ন পত্র, ইনকাম ট্যাক্স, ড্রাগ লাইসেন্স, জেলা প্রশাসক কার্যালয়ের অনুমোদন ও অবহিতকরন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র লাভজনক এবং এনজিও হলে এনজিও ব্যারো ও সমাজসেবা অধিদপ্তরের অনুমোদন ও মাদকাসক্ত নিরাময় বিশেষজ্ঞ আবাসিক চিকিৎসক থাকা আবশ্যক। কিন্তু একটিও অনুমোদন নেই।

সাংবাদিক মামুনুর রশীদ গৌরনদী ডট কম-কে বলেন হলিকেয়ারে নিহত জাকিরের মৃত্যু রহস্য উদঘাটন ও হলিকেয়ার বন্ধে জনস্বার্থে তিনি প্রাথমিকভাবে জেলা প্রশাসকের নিকট আবেদন জানিয়েছেন। পরবর্তীতে তিনি জনস্বার্থে হলিকেয়ারের পরিচালকসহ শেল্টারদাতাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে মামলা করবেন।

প্রসঙ্গত হলিকেয়ার সেন্টারের পরিচালক সুমন মোস্তাফিজ। তার বাসা নগরীর ক্লাব রোডের জাহাঙ্গীর ম্যানশন। তিনি দীর্ঘ দিন ধরে মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রের আড়ালে দেদারছে মাদক ব্যাবসা করে আসছে। একই সঙ্গে মাদক নিরাময় হলিকেয়ার সেন্টারকে তিনি অনেকটা টর্চার শেলে পরিনত করেছেন।  নানাবিধ অপকর্মে  বেশ কয়েকবার মিডিয়ার শিরোনামও হয়েছেন সুমন। উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের খলেদপুর এলাকার আবদুল মান্নানের পুত্র জাকির হোসেন(৩৮)কে গত ১৪ এপ্রিল বোন মুক্তা বেগম ভাই জাকিরকে মাদক নিরাময় কেন্দ্রে হলিকেয়ারে ভর্তি করে। শুরু থেকেই চিকিৎসার নামে তাকে শারীরিক নির্যাতন করে দ্বায়িত্বরতরা। একপর্যায়ে তাদের অমানুষিক নির্যাতনেই প্রান হারাল যুবক জাকির। ১৬ এপ্রিল বিকেল ৫টার দিকে তাদের নির্যাতনে মূমুর্ষ অবস্থা হলে তাকে নিয়ে শেবাচিম হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন হলি কেয়ারের ডিপ্লোমা নার্স পুলিন সরকার। কিন্তু হাসপাতালে ভর্তির আগে জাকির মৃত্যুর কোলে ঢলে পড়েন। হলিকেয়ারে হত্যার ঘটনা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হলে শেল্টারদাতা জনৈক এক ব্যাক্তি সাংবাদিকদের দেখিয়ে দেবার হুমকী প্রদান করে। পাশাপাশি দৈনিক আজকের বার্তা অফিস গুড়িয়ে দেয়ারও হুমকী প্রদান করে হলিকেয়ারের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। হুমকীর ঘটনায় গত ২১ এপ্রিল আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী আবদুল্লাহ আল রাসেল বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় সাধারন ডায়রীও করেছেন। ডায়রী নং-২০০০।
(এজে/গৌরনদী ডটকম)