মুজিবনগর দিবস রাষ্ট্রীয়ভাবে পালন ও সরকারী ছুটি ঘোষনার দাবী

ঘোষনার দাবি নিয়ে ১৭ এপ্রিল যথাযোগ্য মর্যাদার সাথে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল তখনকার কুষ্টিয়া জেলার মেহেরপুর মহুকুমা (বর্তমানে জেলা) বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) এক আম বাগানে স্বাধীন বাংলার অস্থায়ী সরকার শপথ গ্রহন করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার গঠন করা হয়। দিবসটি পালন উপলক্ষে দেশের মত প্রবাসেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে ব্যাপক কর্মসূচীর মাঝে দিবসটি উদযাপন করেছে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এদিন সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকাস্থ ঘরোয়া রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি নূরুজ্জামান চৌধুরী মাহীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের প্রধান সমন্বয়কারী আব্দুর রহীম বাদশার পরিচালনায়। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,  দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ্ মোহাম্মদ বখতিয়ার, আওয়ামী লীগ নেতা মনোয়ারা চৌধুরী মাহী, লুৎফুল করিম, ডা: টমাস দুলু রায়, রমেশ নাথ, কায়কোবাদ খান, একেএম আলমগীর, জাহাঙ্গীর কবির, শিমুল আহমেদ, নিজাম উদ্দিন, নূরুল আফসার সেন্টু, জসিম উদ্দিন খান মিঠু, রেজাউল করিম চৌধুরী, শাহাদত হোসেন, রফিকুল বারী চৌধুরী, জুয়েল আহমদ, হাজী আব্দুল কাশেম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি এম.আর আমিন, সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম, নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজি আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল প্রমুখ।

সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুজ্জামান চৌধুরী মাহী বলেন, মহাজোট সরকারের এক নম্বর এজেন্ডা-মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার বর্তমান সরকারের মেয়াদেই তা সম্পন্ন হবে। জাতীয় চারনেতা হত্যাসহ পঁচাত্তর-পরবর্তী সব হত্যাকান্ডের বিচারকে বর্তমানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন বলেন, ঐতিহাসিক ১৭ এপ্রিলের ঘটনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরলে স্বাধীনতার ঘোষক নিয়ে বিএনপি’র ধুম্রজালের অবসান হবে। তিনি স্বাধীনতা ও বিজয় দিবসের মতো ১৭ এপ্রিল বাঙ্গালি জাতির ঐতিহাসিক অবিস্মরণীয় দিন হওয়ায় এদিন সরকারী ছুটি ঘোষনা করার জন্য মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগ নেতা লুৎফুল করিম বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে সংগঠন বিরোধী কার্যকলাপ এবং ‘৭১ এর ঘাতক দালাল এর সহযোগি অভিযোগে সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরীকে সংগঠন থেকে বহিস্কারের দাবী জানান। সভার প্রারম্ভে ‘৭৫ এর ১৫ আগষ্ট স্বপরিবারে জাতির জনক, ‘৭১ এর মুক্তিযুদ্ধ, ৫২ এর ভাষা আন্দোলন, জাতীয় চার নেতাসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই দিন দিবসটি উদযাপন করেছে বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যান পরিষদ।

বাপ্স নিউজ = প্রবাসীবার্তা।