সমবেত সঙ্গীতের মাধ্যমে উদয়ন শিল্পী গোষ্ঠীর বর্ষবরণ

এজন্যই হয়তো চারদিকে ছিল আলো-আঁধারের মিশ্র মায়াময়তা। ভোরের পাখিরা কলকাকলিতে জানান দিলো এলোরে এলো ওই নতুন দিন। চারদিকে প্রশান্তি ছড়ানো এমন মুগ্ধতায় নিউইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত এষ্টোরিয়ায় বেজে ওঠে বেহালার ভৈরবী সুর। বাতাসে ভেসে ভেসে উদাসী এ সুর ছড়িয়ে পড়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাঙ্গালী অধ্যুষিত শহর গুলিতে। মনকারা এ সুরে নতুন বছরের নতুন দিনে ঘর ছেড়ে বেরিয়ে আসে।

বাতাসে কান পাতলেই রবী ঠাকুরের বাণী ও সুরের ছোঁয়া, ‘এসো হে বৈশাখ এসো এসো’। সেই সঙ্গে ঢোল, বাঁশি, খঞ্জনিতে আমাদের লোকায়ত সুর, নাগরদোলা আর পুতুল নাচের সম্মোহনী পাতালেই রবী ঠাকুরের বাণী ও সুরের ছোঁয়া। এসো হে বৈশাখ এসো এসো। সেই সঙ্গে ঢোল, বাঁশি, খঞ্জনিতে আমাদের লোকায়ত সুর, নাগরদোলা আর পুতুল নাচের সম্মোহনী আমন্ত্রণে সবাই যেন দিশেহারা। বাঁধভাঙ্গা এমন উচ্ছাসের মধ্যদিয়ে প্রবাসেও স্বাগত জানালো নতুন বছরকে। হাজার বছরের বাঙ্গালী সংস্কৃতি এ অসাম্প্রদায়িক উৎসবে সাদা রঙের লাল পাড়ের শাড়ি পড়ে বাঙ্গালী ললনারা সেজেছিল অপরূপ সাজে। কপালে লাল টিপ, অনেকের চুলে জড়ানো ছিল বেলী আর গাদা ফুলের মালা। ছেলেরাও পাঞ্জাবী-ফতুয়ায় নিজেদেরকে সাজিয়েছে। আর বাহারী সব পোশাকে ছিল শিশু-কিশোরের দল। পান্তা, ইলিশ, মিঠাই আর মুড়ি-মুড়কিতে সবাই খুঁজেছে বাঙ্গালিপনার খাঁটি স্বাদ। সকাল থেকেই এষ্টোরিয়ার ২৮ ষ্ট্রীট ছিল মুখরিত হয়েছিল গত ১৬ এপ্রিল শনিবার নিউইয়র্কের অন্যতম সাংস্কৃতিক সংগঠন “উদয়ন শিল্পী গোষ্ঠী” আয়োজিত বৈশাখীর আয়োজন। সমবেত কন্ঠে সংগীতের পর সংগঠনের সভাপতি ও সঙ্গীত শিল্পী ডা: টমাস দুলু রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীরের সুচারু পরিচালনায় এক মনোরম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আমন্ত্রিত অতিথিদের মাঝে আলোচনা, কবিতা আবৃতি করেন যুক্তরাষ্ট্রস্থ সোহ্রাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি শিশু সাহিত্যিক হাসানুর রহমান, বাংলাদেশ হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্রের সভাপতি ও বাপ্সনিউজ এডিটর হাকিকুল ইসলাম খোকন, সাহিত্যিক, লেখক এবিএম সালেহউদ্দীন, ডা: হেলেন রায়, ডা: নাবিলা মান্নান, সঙ্গীত শিল্পী সবিতা দাস, শুকলা সাহা, জুয়েল আহমদ, জনাথন রায়, নিকি, শম্পা রায়, রাসেত, মাসুমা আক্তার, সুমুয়েল, জুলেখা, রেনু, লিন্ডা, জুয়েল, বেলাল আহমেদ, রোনান্ড, মনোহেম ও ছোটমনি কিষানী সাহা। ২য় পর্বে সঙ্গীত পরিবেশন করেন সবিতা দাস, শম্পা রায়, মোস্তফা আলমগীর এবং ডা: টমাস দুলু রায়। তবলায় সহযোগিতা করেন মনোহেম বড়–য়া। রকমারী আয়োজনে ভোজন শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে বিকাল ৫টায় শেষ হয় উদয়ন শিল্পী গোষ্ঠীর বর্ষবরণের আয়োজন।
বাপ্স নিউজ ও প্রবাসী নিউজ