বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে গৌরনদীতে র‌্যালী ও আলোচনা সভা

বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ উদ্যোগে র‌্যালী বের করে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে’র আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ সেকান্দার আলী মোল্লাহ্, ডাঃ আলহাজ্ব মনিরুজ্জামান মনির, ডাঃ শ্যামল চন্দ্র, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মোঃ এনামুল হক, ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের উপজেলা ম্যানেজার হাবিবুর রহমান, কর্মসূচী সংগঠক নিলুফা ইয়াসমিন, প্রতিমা রানী, হারুন-অর রশিদ বাদল প্রমুখ।