জেনেভায় জাতিসংঘে অনুষ্ঠানে সাউথ এশিয়ার একমাত্র নারী

“ওয়াকিং গ্র“প পিপ্স অব আফ্রিকান ডিসেন্ট” বিষয়ক পাঁচদিন ব্যাপি সামিট। ২৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর আমন্ত্রিত অতিথি প্যানেল বক্তাদের মাঝে সাউথ এশিয়ার একমাত্র নারী বাংলাদেশের বংশদ্ভূত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা: মনোরমা বিশ্বাস প্যানেল অতিথি বক্তা হিসেবে উপস্থিত সকলের প্রসংশা কুড়িয়েছেন। তিনি “পার্সপেকটিভ অব দি ওয়াকিং গ্র“প অব পজিটিভ ডিসক্রিমিনেসন” বিষয়ে তার বক্তব্যে উপস্থাপন করেন। এছাড়াও অন্যান্য প্যানেল অতিথি বক্তাগণ হচ্ছেন “ওভারভিউ অব দি প্রেসেষ্ট সিচুয়েশন ফেসড বাই পিপ্স অব আফ্রিকান ডিসেন্ট” এই বিষয়ের উপর বক্তব্য রাখেন মিরজানা নাজসেভেস্কা এবং আলেকজান্ডার সিসিলিয়ানোস।

“দি কন্ট্রিবিউসন মেড বাই পিপ্স অব আফ্রিকান ডিসেন্ট ইন গ্লোবাল ডেভেলপ্মেন্ট” বিষয়ের উপর বক্তব্য রাখেন মায়া সাহলি। এবং দি ল্যাক অব নলেজ অব দি কালচার, হিষ্ট্রি এন্ড ট্রাডিশন্স অব পিপ্স অব আমেরিকান ডিসেন্ট, বাই দেম সেল্ফস এন্ড আদার্স” বিষয়ের উপর বক্তব্য রাখেন ভেরেন সেভার্ড। আন্তর্জাতিক বার্তা সংস্থা বাপ্সনিউজকে জেনেভাস্থ জাতিসংঘে অনুষ্ঠান শেষে ডা: মনোরমা বিশ্বাস জানান পাঁচদিনের অধিবেশনে সাউথ এশিয়ান একমাত্র নারী হিসেবে বক্তব্য রাখতে পেরে তিনি গর্ববোধ করেন। এতে বাংলাদেশের ভাবমূর্তী উজ্জল হচ্ছে। বিশ্বে বিভিন্ন দেশের ডেলিগেটগণ ডা: মনোরমা বিশ্বাসের বক্তব্য উপস্থাপনকালে করতালি দিয়ে অভিনন্দিত করেন। ডা: মনোরমা বিশ্বাস ২৬ মার্চ জেনেভার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন এবং ৩ এপ্রিল নিউইয়র্ক প্রত্যাবর্তন করেন।

উল্লেখ্য, ডা: মনোরমা বিশ্বাস ২০০৯ সালে জেনেভার জাতিসংঘের আরো একটি সেমিনারে বক্তব্য রাখেন। তিনি ২০০৮, ২০০৯ এবং ২০১০ সালে বাংলাদেশ হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্র এবং বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যান পরিষদের আহ্বানে ও সহযোগিতায় শতাধিক প্রবাসী বাঙ্গালীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন।
-হাকিকুল ইসলাম খোকন/নূরুল আবেদীন – বিশেষ সংবাদদাতা, বাপ্স নিউজ