রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্কয়ারে অনুষ্ঠান

জাতিসত্ত্বার মহানায়ক, বাঙালি জাতির পথপ্রদর্শক, সোনার বাংলার প্রবর্তক- রবীন্দ্রনাথ বাঙালি জাতিকে শতবর্ষ এগিয়ে নিয়ে গেছেন / শুধু কাব্যগাথা নয়, বাঙালি সমাজ গঠনে রবীন্দ্রনাথ হিংস্রতার বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষকে ভালবাসতে শিখিয়েছেন। মানুষকে হত্যা করা যায়, মানুষের কর্ম ও সংস্কৃতিকে হত্যা করা যায় না কবি গুরু ছিলেন একাধারে কবি, লেখক, দার্শনিক। সাহিত্যের এমন কোন দিক নেই যেখানে তার পরশ লাগেনি / পাকিস্তান আমলে মুক্তভাবে রবীন্দ্র উৎসব পালনে বার বার বাধা আসতো /  বাংলার  মুক্ত চর্চার মানুষ রবীন্দ্রনাথের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। অপসংস্কৃতির বিরুদ্ধে রবীন্দ্রনাথ এক  শ্রেষ্ঠ নিদর্শন / রবীন্দ্র চর্চা এখন সব মানুষের মধ্যে প্রসার লাভ করেছে।

রবীন্দ্র নাথ আমাদের প্রানের কবি, স্বাধীনতার কবি,ফ্যাসিবাদ বিরোধী ও মানবতার কবি।  কবি রবীন্দ্র নাথের কবিতা ও সাহিত্য চচ্চার মাধ্যমে বাংলার  মানুষ  জঙ্গিবাদ, দূর্বাত্তায়ন, সন্ত্রাসবাদ থেকে জাতিকে  মুক্তি দিতে পারে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শত তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৮ই মে, রবিবার হার্ভার্ড বিশ্ব বিদ্যালয় স্কয়ারে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বস্টনের  রবীন্দ্রসঙ্গীত  একাডেমি "স্বরলিপি" /  বাংলাদেশ ও পশ্চিম বাংলার বিপুল সংখ্যাক প্রবাসী বাংগালী সহ প্রচুর  রবীন্দ্র প্রেমী আমেরিকান ও বিদেশী লোকজন এতে অংশ গ্রহন করবে বলে ধারনা করা হচ্ছে/ প্রদর্শনী আয়োজকদের  যোগাযোগের ঠিকানা: স্বপ্না:  swapnaray2000@yahoo.com, রাহুল:  (bapi@bu.edu),  জয়শ্রী: jayusen@yahoo.com