কলাপাড়ায় স্বরাষ্ট্র মন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারনা

করে পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালের চিকিৎসক রওশন আরা খানম ৫ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি নিয়ে কলাপাড়ায় তোলপাড় চলছে।

জানা গেছে, সম্প্রতি ঢাকা থেকে বদলি হয়ে ডাঃ রওশন আরা খানম কলাপাড়া হাসপাতালে যোগদান করেন। এ সুবাদে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানীর প্রতিনিধি আসলামের সাথে ডাঃ রওশন আরা খানমের স্বামী আরিফুল আলম সরকারের পরিচয় হয়। এরমধ্যে আসলাম পুলিশের এস আই পদে লিখিত পরীক্ষায় উর্ত্তীন হয়েছে। এ খবর পেয়ে মৌখিক পরীক্ষায় উত্তীর্নসহ চাকুরী দেয়ার নিশ্চয়তা দিয়ে ডাঃ রওশন আরা খানম ও তার স্বামী আরিফুল আলম সরকার স্বরাষ্ট্র মন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে ওই ওষুধ কোম্পানীর প্রতিনিধি আসলামের কাছে ৮ লাখ টাকা উৎকোচ দাবী করে।

প্রতারনার শিকার আসলাম জানান, চাকরীর প্রত্যাশায় ব্র্যাক ব্যাংকের অনলাইনে ৩১ মার্চ দু’টি রশিদে(রশিদ নং বিসি১৫৮৫৪ ও ৮৫৬৩) ডাঃ রওশন আরা খানমের হিসাবে (হিসাব নং ১৫১১১০০৫৮৭৮১২০০১) ৫ লাখ ৮০ হাজার টাকা জমা দেয়। আসলাম পরবর্তী সময় খোঁজ নিয়ে জানতে পারে ডাঃ রওশন আরা খানম ও তার স্বামী আরিফুল আলম সরকার স্বরাষ্ট্র মন্ত্রীর কোন ধরনের আত্মীয় স্বজন নয়। এ ঘটনা ফাসঁ হয়ে পরলে আসলাম তার টাকা ফেরৎ চাইলে তিনি অস্বীকার করে।

এনিয়ে কলাপাড়া হাসপাতাল চত্বরে শনিবার রাতে আসলাম লোকজন নিয়ে ডাঃ রওশন আরা খানম ও তার স্বামী আরিফুল আলম সরকারের টাকা চাইতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জহিরুল উভয় পক্ষের সাথে শনিবার ও রোববার দু’ দফা বৈঠক করেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জহিরুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি বৈঠকে সমঝোতা করা হয়েছে।
(এজে/গৌরনদী ডটকম)