আগৈলঝাড়ার মাটি ও আবহাওয়া উপযোগী এসএল-৮ এইচ ধান

ফলন হতে পারে আগৈলঝাড়ায়। চলতি বছরে  উপজেলার  কয়েকটি প্রদর্শনী খামার করলে তাতে ফলন দ্বিগুন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার রমেন্দ্র নাথ বাড়ৈ। তিনি আরো জানান, আগৈলঝাড়া উপজেলায় বোরো জাত এসএল-৮এইচ(হাইব্রিড) ধান রোপন করার মাটি ও আবহাওয়া উপযোগী। এই হাইব্রিড উপ্রজাতীর ধান সম্ভবনাময় বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। এ বছর পরীক্ষা মূলক কয়েকটি প্রদর্শনী করে আমরা আশাবাদী। এই প্রজাতীর ধানের জন্য গুটি ইউরিয়া সার প্রযোজ্য। তাই চলতি ইরি বোরো মৌসুমের প্রদর্শনীর পরীক্ষামুলক ধান ক্ষেতের ধান কাটার উদ্ধোধন করেলেন উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তা। জানাগেছে, বরিশালের আগৈলঝাড়ায় বোরো জাত এসএল-৮এইচ(হাইব্রিড) জাতের ধান পরীক্ষামূলক ভাবে বপন করেন উপজেলার পাকুরিতা গ্রামের কৃষক সন্তোষ কুমার বাড়ৈ। তিনি পরিক্ষামূলক ভাবে পাকুরিতা গ্রামে তার এক একর জমিতে ধান রোপন করেন। ওই ধানকেটে একর প্রতি জমিতে ৯০ মন ধানের ফলন হয়েছে। গতকাল ২৬ এপ্রিল কৃষক সন্তোষ কুমারের জমির ধান কর্তনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাস। এসময় তার সাথে ছিলেন কৃষি কর্মকর্তা রমেন্দ্র নাথ বাড়ৈ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ শাহজাহান দারিয়া, উপ-সহকারী কৃষি অফিসার ব্রজেন্দ্রনাথ সরকার, কৃষক সন্তোষ কুমার বাড়ৈ, স্থানীয় কৃষক ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।