শাবির ছাত্রীদের মার্শাল বেল্ট অর্জন

বেল্ট এবং ১৭ জন ছাত্রী কমলা বেল্ট অর্জন করেছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলে এই বেল্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন ছাত্রীদের হাতে বেল্ট তুলে দেন। হলের প্রভোস্ট প্রফেসর ড. নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন বলেন, মার্শাল আর্ট শারীরিক সুস্থতার পাশাপাশি আত্মবিশ্বাস গঠন, আত্মনিয়ন্ত্রণ ও আত্মরক্ষার একটি কার্যকর কৌশল। তিনি আত্মরক্ষামূলক এই প্রশিক্ষণে বেল্টপ্রাপ্ত ছাত্রীসহ অংশগ্রহণকারী সকল ছাত্রীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, লাইফ সায়েন্স অনুষদের ডিন ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. ইয়াসমীন হক, কারাতে প্রশিক্ষক বিএম আশরাফুল ইসলাম ও অতিথি প্রশিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য ১ম ছাত্রী হলের প্রাক্তন প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমীন হকের উদ্যোগে গত বছর থেকে ক্যাম্পাসে ছাত্রীদের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে আসছে।

(রিউ/শাবি সিলেট/গৌরনদী ডটকম)