গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী গার্লস হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, গৌরনদী বন্দর ব্যাবসায়ী সমিতির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের পরিচালক জি.এম হারুন মৃধা, মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, গৌরনদী প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সিসিডিবির এরিয়া ম্যানেজার অমরিয় সরকার, একলাবের প্রগ্রাম অফিসার ফরিদা ইয়াসমীন ইতি, গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনেকা রানী সাহা, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক, পৌর কাউন্সিলর শাহানাজ পারভীন, ইউপির সদস্য মোঃ সিরাজুল ইসলাম, সিনেমা হলের শ্রমিক আব্দুল হালিম সরদার, টেম্পু শ্রমিক নেতা আব্দুর রহিম রাঢ়ী, ছাত্র এস.এম জিয়াউর রহমান নয়ন প্রমুখ। আলোচনা সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী, মসজিদের ইমাম, ব্যাবসায়ী, শ্রমিক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।