অবশেষে লিমনের মায়ের মামলা গ্রহন করলো পুলিশ

দাখিল করেছে পুলিশ। র‌্যাব বাদী হয়ে মামলা দায়েরের এক মাসের মাথায় গত ২৪ এপ্রিল রাজাপুর থানা পুলিশ এ চার্জশীট দাখিল করেছে। গতকাল বুধবার বিকেলে চার্জশীট দেয়া হয়েছে বলে সাংবাদিকরা খোঁজ পায়।

জানাযায়, র‌্যাব-৮ বরিশালের ডিএডি লুৎফর রহমান বাদী হয়ে কুখ্যাত মিজান- মোর্শেদ বাহীনির ৭ জনকে আসামী করে গত মাসের ২৩মার্চ রাজাপুর থানায় ৪৫নং মামলাটি  দায়ের করে। এ মামলায় লিমনকেও আসামী করা হয়েছিল। পুলিশ র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলাটিতে লিমনকে অপ্রাপ্ত বয়স্ক দেখিয়ে কিশোর অপরাধ আইনের আওতায় বিচারের জন্য পৃথক চার্জশীট নং (৪৫-ক) দাখিল করেছে। এ মামলায় মোর্শেদসহ অপরাপর ৬ আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় চার্জশীট দাখিল করেছে।

মামলায় উল্লেখ করা হয় গত ২৩ মার্চ রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি শহীদ জোমাদ্দারের বাড়ির পাশে ইউপি নির্বাচন বানচালের উদ্দেশ্যে মিজান-মোর্শেদ বাহিনীর সদস্যরা সভা করতে ছিল। র‌্যাব খবর পেয়ে ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসীদের সাথে র‌্যাবের গোলাগুলি হয়। তখন সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে গেলেও লিমন গুলি খেয়ে আহতাবস্থায় পড়ে থাকে। র‌্যাব লিমনকে আহত অবস্থায় পেয়ে লিমনের পাশ থেকে আমেরিকার তৈরী একটি পিস্তল ও গুলির খোসা উদ্ধার করে। এঘটনায় র‌্যাবের পক্ষ থেকে রাজাপুর থানায় অস্ত্র আইনে একটি ও অন্য ধারায় আরো একটি মামলা দায়ের করা হয়।

এদিকে দরিদ্র পরিবারের সন্ত্রান কলেজ পড়ুয়া ছাত্র লিমনকে নির্দোষ দাবী করে গুলি করে পঙ্গু করায় লিমনের মা হোনোয়ারা বেগম গত ১০ এপ্রিল র‌্যাব-৮’র ডিএডি মো: লুৎফর রহমানসহ নামধারী ৬ ও অজ্ঞাত আরো ৬ জনের বিরুদ্ধে ঝালকাঠির আদালতে নালীশি মামলা দায়ের করে। আদালত মামলাটি এজাহারভুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজাপুর থানার ওসিকে নির্দেশ দেয়।

কিন্তু রাজাপুর থানার ওসি দীর্ঘ দিনেও মামলাটি এজাহারভুক্ত না করায় বিষয়টি নিয়ে দেশ-বিদেশের মিডিয়ায় ও বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে গত ২৪ এপ্রিল লিমনের মা পুনরায় আদালতের আদেশ থানা পুলিশ বাস্তবায়ন না করায় নালিশী আবেদন দাখিল করে। আদালত রাজাপুর থানার ওসিকে ৪৮ ঘন্টার মধ্যে এজাহার গ্রহন করার জন্য পুনরায় নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার শেষ সময় মঙ্গলবার ২৬ এপ্রিল রাতে রাজাপুর থানায় মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে বলে জানাযায় যার মামলা নং ১৪।

তবে বিভিন্ন মহলের অভিযোগ পুলিশ দ্রুত মামলাটি গ্রহন না করায় দেশের সরকার ও র‌্যাবের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।

(আআজা, গৌরনদী ডটকম)