জনতার গনধোলাইয়ে মূমুর্ষ ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যাবসায়ী

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় স্থানীয় পালরদী নদীতে স্পিড বোট থেকে তাদেরকে আটক করা হয়েছে। এসময় নদীর উভয় পাড়ে হাজার হাজার নারী-পুরুষ উল্লাস করে। আটককালে জনতার গণধোলাইয়ে মাদক ব্যাবসায়ীরা এখন মূমুর্ষ। আশংকাজনক অবস্থায় এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আড়িয়াল খা নদী থেকে স্পিড বোট যোগে ডাকাত দল গৌরনদীর অভ্যন্তরে প্রবেশ করছে এমনই খবর পান পুলিশ। এরপর থানার ওসি নুরুল ইসলাম বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যাক্তি বর্গকে অবহিত করে ডাকাত দলকে আটক করতে এলাকাবাসীর সহায়তা চান। এ খবরে বিভিন্ন এলাকার হাজার হাজার জনগন ডাকাত দলকে ধরতে আড়িয়াল খা এর শাখা নদী পালরদী নদীর পাড়ে অবস্থান নেয়। উপজেলার শরিকল ইউনিয়নের হোসনাবাদের পালরদী নদীতে পৌছলে জনতার বিস্ফোরন দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে হতাশ হয়ে পড়েন মাদক পাচারকারীরা। একপর্যায়ে তারা নিজেরাই পুলিশ জনতার নিকট আত্মসর্ম্পন করে। তৎসময়ে উৎসুক জনতা আটককৃতদের উপর ঝাঁপিয়ে পড়ে। আটককৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে। তার বয়স(১৮)।

গৌরনদী থানার উপ-পরিদর্শক ওয়াসিম কুমার শিকদার গৌরনদী ডট কম-কে বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গ্রামবাসীদের সহায়তায় স্পিড বোট থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ীদের আটক করা হয়েছে। আটকের সময় নদীর পাড়ে প্রায় ২০ হাজার জনতা ছিল। জনতা তাদেরকে গণপিটুনি দিয়েছে। এজন্য আটকৃতদের অবস্থা আশংকাজনক।

থানার উপ-পরিদর্শক আবুল হোসেন গৌরনদী ডট কম-কে বলেন আটককৃতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। এদের মারা যাওয়ার আশংকা রয়েছে। তাদের নাম ঠিকানা এখন পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয় নি। কারন তারা মূমুর্ষ।