গৌরনদীর স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি ফর সোসাল এ্যাকশন ঊষার উদ্যোগে সম্মাননা পুরস্কার প্রদান উপলক্ষে তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল হক-পিপিএম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠন উষার সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বার্থী ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টি.এম আলতাফ হোসেন, সাধারন সম্পাদক মোঃ কুতুবউদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অপু রানী সরকার, ঊষার সহসভাপতি সুদাম পাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কচি, দপ্তর সম্পাদক শেখর দত্ত বণিক, কোষাধ্যক্ষ গোলাম মস্তফা চুন্নু, সংবর্ধিত সাংবাদিক খোকন আহম্মেদ হীরা প্রমুখ। শেষে প্রধান অতিথি সাংবাদিক খোকন আহম্মেদ হীরার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। একইদিন স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার উদ্যোগে তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে বনভোজন এবং বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।