বর্ণাঢ্য আয়োজনে ব্যবসায় প্রশাসন বিভাগের পূনর্মিলনী ও যুগপূর্তী উৎসব

নয় প্রয়োজন সঠিকভাবে  বাস্তবায়ন। ব্যবসার শিক্ষার্থীরা সেই বাস্তবায়নে ভুমিকা রেখে দেশকে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. সালেহ উদ্দিন এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিনি অডিটরিয়ামে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে দু’দিন ব্যাপী পূনর্মিলনী ও যুগপূর্তী উৎসব শুরু হয়েছে। 

সকালে ক্যাম্পাসে  ভিসি প্রফেসর ড. মো. সালেহ উদ্দিনের নেতৃত্বে বর্নাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষাথী উপস্থিত থাকে। পরে একযুগ পূর্তির  কেক কেটে  পূনর্মিলনীর উদ্বোধন করে। ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এর  সভাপতিত্বে এবং তাহসিনা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর মোহাম্মদ ইউনুস। এছাড়া আরো উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম.হাবিবুল আহসান, সাবেক ডিন ড. কামাল অহমেদ চৌধুরী, আইপি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ ইকবাল। ১ম দিনের টেকনিক্যাল সেশনে ‘প্রেক্টিস অব কর্পোরেট কালচার ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে কিনোট উপস্থাপন করেন পদ্মা গ্রুপ অব কোম্পানীর নির্বাহী পরিচালক মো. ফজলুল করীম ও এক্সপো-লঙ্কা গ্রুপের হিউম্যান রিসোর্স পরিচালক জনাব মো. বাহাউদ্দিন মিয়া , আইবিএ উপদেষ্টা প্রফেসর ড. ফরহাত আনোয়ার।

বিশ্ববিদ্যালয় ইতিহাসে এ ধরনের অনুষ্ঠান প্রথম হওয়ায় বিভাগের শিক্ষার্থীদের উৎসাহ আর উৎসব বিরাজ করেছে।  যুগপূর্তির ছোয়ায়  ক্যাম্পাস ও বিভাগ সেজেছে সম্পূর্ণ নতুনরূপে। উৎসবের ২য় দিনে আজ থাকছে বিভাগের নতুন ও পুরাতন শিক্ষার্থীদের মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ,আকষর্ণী র‌্যাফেল ড্র ও কনসার্ট ।

রিয়াজ উদ্দিন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সিলেট।