বরিশালের র্যাব-৮’র বিশেষ দল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনদী ও টরকী বন্দরে অভিযান চালিয়ে ব্যাপক পর্ন সিডিসহ ৯ টি রাইটার উদ্ধার করেছে।
জানা গেছে, র্যাব-৮’র ডিএডি আব্দুল হানিফের নেতৃত্বে একদল র্যাব সদস্য গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর টরকী বন্দর এলাকার বিভিন্ন সিডির দোকানে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে টরকী বন্দর সদর রোডের মুন ভিসিডির মালিক গৌরাঙ্গ দাস দোকান ঘর তালা বদ্ধ করে সটকে পরে। র্যাব সদস্যরা তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে প্রায় ৩ হাজার পর্ন সিডি, ৯টি সিডি রাইটের মেশিন, ১টি অন্য যন্ত্রাংশ, প্রায় ৫০ হাজার নকল পেপার ও ১টি ৬ ইঞ্চি টিভি উদ্ধার করে।