উজিরপুরে আ’লীগ নেতার কোটি টাকার সরকারি সম্পত্তি দখল!!

বহুতল পাকা ভবন নির্মান শুরু করেছে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক আষীশ কুমার ওরফে মনা দাস। দখলকৃত সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে স্থানীয়রা জানান। উপজেলা ভূমি অফিস ও থানা পুলিশ নির্মান কাজে একাধিকবার বাধা প্রদান করে নির্মান কাজ বন্ধ করে দেয়ার পরেও ওই আওয়ামীলীগ নেতা প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে ক্ষমতার দাপট দেখিয়ে অব্যাহতভাবে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান ।

সরেজমিনে গিয়ে (২৮ এপ্রিল)উজিরপুর উপজেলা ভূমি অফিস , স্থানীয় লোকজন ও সংস্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলা সদরে উজিরপুর ( কুমার বাড়ী বাজার))মৌজার ১নং খতিয়ান ভুক্ত  ৭৩৯ দাগের ১ একর ৫০ শতাংশ জমি দখল করে নিয়েছে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক আষীশ কুমার ওরফে মনা দাস। ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে ওই জমিতে গত ফেব্র“য়ারী মাসে  মনা দাস  ৫ তলা ফাউন্ডেশন দিয়ে বহুতলা পাকা ভবন নির্মান কাজ শুরু  করেছে। এ সময় গত ২২ ফেব্র“য়ারী উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসরাইল হোসেন সরকারী জমিতে নির্মান কাজ বন্ধ রাখার জন্য লিখিতভাবে মনা দাসকে নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশকে উপেক্ষা করে সে নির্মান কাজ চালিয়ে যান। কাজ বন্ধ না করায়  গত ১০ মার্চ উজিরপুর –শিকারপুর ভূমি অফিসের তহসিলদার মোঃ জসিম উদ্দিন বিষয়টি আবারও লিখিতভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি মোঃ ইসরাইল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয় সিন্ধু তালুকদারকে বিষয়টি অবহিত করেন।  নির্বাহী অফিসার অবৈধ নির্মান কাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উজিরপুর থানাকে নির্দেশ দেন। স্থানীয় প্রশাসনের নির্দেশকে বার বার উপেক্ষা করে প্রভাবশালী মনা দাস নির্মান কাজ অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। উজিরপুর উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ আতাউর রহমান, সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান জানান, অবৈধভাবে সরকারী সম্পত্তিতে পাকা ভবন নির্মান কাজ বন্ধ রাখার জন্য একাধিকবার নির্দেশ দেয়া  হয়েছে কিন্তু নির্দেশ অমান্য করে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন মনা দাস। সে প্রশাসনের নির্দেশের তোয়াক্কা না  করে  ইতিমধ্যেই ৫তলা ফাউন্ডেশন দিয়ে প্রায় সাড়ে তিন হাজার বর্গ ফুট জমিতে আর সি সি পিলার করে একতলা পাকা ভবন নির্মান কাজের ছাদ ঢালাই কাজ সমাপ্ত করেছেন। গত মঙ্গলবার (২৭ এপ্রিল)মনা দাস  দ্বিতীয়  তলার নির্মান কাজ শুরু করেন। স্থানীয়রা বিষয়টি পুনরায়  ভারপ্রাাপ্ত সহকারী কমিশনার ভূমি ও উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রিয় সিন্ধু তালুকদারকে লিখিতভাবে জানান। নির্বাহী অফিসারের নির্দেশে  উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ আতাউর রহমান, সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, সংশ্লিষ্ঠ তহসিলদার মোঃ জসিম উদ্দিন,উজিরপুর থানার এস আই মোঃ আলতাফ হোসেন  ঘটনাস্থলে পৌছে পুনরায় নির্মান কাজ বন্ধ করে দেন। স্থানীয়রা জানান, পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে নির্মান কাজ চালু করেছেন মনা দাস। উজিরপুর গ্রামের মোঃ ফরিদ হোসেন হাওলাদার(৩৩) মোঃ মহসিন হোসেন(৩৫)মোঃ কামরুল ফকির (৩৬)মোঃ রিয়ন সিকদার(৯৩৪)মোঃ মাহাবুবুর রহমান(৬৫) অভিযোগ করেন, আষীশ কুমার ওরফে মনা দাস জোর পূর্বক ক্ষমতা দেখিয়ে সরকারী সম্পত্তি দখল করে বহুতল পাকা নির্মান করে যাচ্ছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশটা যেন মগের মল্লুক, কোটি টাকার সরকারী সম্পত্তি সকলের চোখের সামনে দখল করে  প্রশাসনের নাগের ডগায় অবৈধভাবে ভবন নির্মান কাজ চলছে  তা  যেন দেখার কেউ নেই। তারা আরো বলেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কাজ বন্ধ করার নামে সাধারন মানুষের সাথে কানামাছি খেলছে। স্থানীয়দের অভিযোগ , এলাকার লোকজন অবৈধ দখলের বিরুদ্বে কথা বললে বা প্রতিবাদ করলে তাদের বিরুদ্বে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়। অবৈধ নির্মান কাজের প্রতিবাদ করায়  গত ১৫ এপ্রিল স্থানীয় ৭ জনের বিরুদ্বে একটি মিথ্য মামলা দিয়ে হয়রানী করা হয়েছে বলে তারা উল্লেখ করেন । গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল)সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় , আরসিসি পিলার দিয়ে দুই ইউনিটের প্রায় সাড়ে তিন হাজার বর্গ ফুট পাকা ভবন নির্মান করে ভবনের চারি দিক থেকে টিনের বেড়া নির্মান করে ভবনটি ঢেকে দেয়া হয়েছে। অভিযোগের ব্যাপারে আষীশ কুমার দাসকে জিজ্ঞাসা করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি নিজেকে স্থানীয় আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে বলেন, আমি আমার পূর্ব পুরুষদের সূত্রে প্রাপ্য সম্পত্তিতে ভবন নির্মান করেছি এটা কোন অবৈধ দখল নয়। উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার রায়ের কাছে অবৈধ দখল  সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন , উপজেলা প্রশাসন যখনই এ ব্যপারে থানার সহায়তা চেয়েছেন তখনই আমরা সহায়তা প্রদান করেছি। উজিরপুর সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয় সিন্ধু তালুকদারকে এ প্রসংঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সরকারী সম্পত্তিতে অবৈধভাবে বহুতল পাকা ভবন নির্মান কাজ বন্ধের জন্য অনেকবার তাকে (মনা দাসকে)নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু তিনি কোন কিছুই মানছেন না। অদৃশ্য শক্তির জোরে তিনি কাজ করে যাচ্ছেন।