বরিশাল বিশ্ববিদ্যালয়কে ঢাবির পাশাপাশি অবস্থানে নিয়ে যাবো-ভিসি

বলেছেন এই বিশ্ববিদ্যালয়ে আমি এমনভাবে বীজ বপন করব তা দেশের মানুষ দেখতে পারবে। তিনি অনেকটা জোর দিয়ে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অবস্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দাড় করাতে সক্ষম হব। বৃহস্পতিবার রাতে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় ভিসি এ কথা বলেন।

 ভিসি হারুনর রশীদ খান বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর বরিশালে পাবলিক বিশ্ববিদ্যালয় করার ঘোষনা দিয়েছিলেন। কিন্তু তার সেই ঘোষনা বাস্তবায়নের আগেই তাকে নির্মমভাবে হত্যার মধ্যে দিয়ে জাতির জীবনে এক কলংকিত অধ্যায়ের সূচনা হয়। স্বাধীনতার ৪০ বছর পর শেখ মুজিবের কন্যা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা দক্ষিনাঞ্চলের মানুষের প্রানের দাবী বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ হানিফের সভাপতিত্বে রাত সাড়ে ৭টায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর আ’লীগের যুগ্ন আহবায়ক অ্যাড.আফজালুল করিম। উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ ড.ননী গোপাল দাস,সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান,মহিলা কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত, সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক,জিলা স্কুলের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন।

অনুষ্ঠানের শুরুতে নব নিযুক্ত ভিসিকে বরিশালের বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন। এরমধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি,জেলা ও মহানগর আ’লীগ, বরিশাল শিক্ষাবোর্ড,কলেজ শিক্ষক সমিতি,বিএম কলেজ,হাতেম আলী কলেজ,মহিলা কলেজ,রয়েল সেন্টাল কলেজ,সরকারী বরিশাল কলেজ,মডেল স্কুল এন্ড কলেজ,জিলা স্কুল, বিশ্ব সাহিত্য কেন্দ্র ,একুশে অনির্বান,আমরা মুক্তিযোদ্ধার সন্তান,বাংলাদেশ মানবাধিকার কমিশন,দৈনিক শাহনামা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

প্রসঙ্গত গত ২২ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের আবদুর রব সেরনিয়াবাদ সেতু সংলগ্ন কর্নকাঠিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে ড.হারনর রশীদ খান নিয়োগ পান। ১৮ এপ্রিল তিনি যোগদান করেন। ২০১১-১২ শিক্ষা বর্ষে ৪টি ফ্যাকাল্টিতে ৬টি বিষয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রথমিকভাবে বরিশাল জিলা স্কুলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসাবে ব্যাবহার করা হবে। আগামী ২০১৩ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে শিক্ষা কার্যক্রম শুরু করার কথা রয়েছে।

(এজে/গৌরনদী ডটকম)