মীরগঞ্জে যাত্রীবাহী বাস দূর্ঘটনায় আহত অর্ধশত

এতে অর্ধশত যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে আশংকাজনক অবস্থায় মুলাদী ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গুরুতর আহতরা হলো আলমাস(৩৫), অসীম(৩০), রাশিদা(২২), নজরুল ইসলাম(২৫), মিঠু(২২), তারেক(১৮), জিল্লুর রহমান(১৬), সোয়েব (৩৫), আমজাদ(৬০), মাহমুদা বেগম(৪৫)।

জানা গেছে, মীরগঞ্জ টু মির্জার হাটগামী সাজল পরিবহনের একটি বাস যাত্রী বোঝাই করে যাচ্ছিল। বেলা ১১টায় মীরগঞ্জ ফেরিঘাটে পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেরির খাম্মার সঙ্গে ধাক্কা লেগে বাসটি মারাত্মক দূর্ঘটনায় পতিত হয়। দূর্ঘটনায় বাসটি ধুমরে মুচড়ে গেছে। বাসে থাকা সকল যাত্রীই কম বেশি আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ মুলাদী থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার সহকারী উপ-পরিদর্শক গাফফার গৌরনদী ডটকম-কে বলেন ধুমরে মুচড়ে যাওয়া বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
(এজে/গৌরনদী ডটকম)