গৌরনদী ও আগৈলঝাড়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সিনিয়র সহসভাপতি মোল্ল­া বশির আহমেদ পান্নার সভাপতিত্বে তেজগাঁও ২২ ইন্দিরা রোডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাজল, রেজাউল করিম আকন্দ, মোঃ সরোয়ার হোসেন মিয়া, রফিকুল ইসলাম শাহীন ও এস এম জাকির হোসেন রাজা। সভায় গত ২৩ এপ্রিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ২য় সভায় সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলকে সুসংগঠিত করার লক্ষে যে বৃহৎ ঐক্যের আহ্বান জানিয়েছেন এজন্য সংগঠনের পক্ষ থেকে চেয়ারপারসনকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

সংগঠনের নেতারা মনে করে, দেশের চলমান পরিস্থিতিতে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। সভায় বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশী জাতীয়তাবাদের জনক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ কমরউদ্দিন আহমদ ও বিএনপির চাঁদশী ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আবুর পিতা ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাষ্টার আব্দুল কাদের আকনের শশুর মোহম্মদ শামসুল হক শাহের (গত ২৮ এপ্রিল মৃত্যুবরণ করেন) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।