গণধোলাই

গণধোলাইর পর চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি হাতে এভাবেই হাত পা বেঁধে রাখা হয় চোর পলাশকে- ছবি: হীরা

সিঁদকেটে চুরি করতে গিয়ে গৃহকর্তার কৌশলে আটক হয়েছে পলাশ সন্যামাত নামের এক চোর। পরবর্তীতে আটককৃত চোরকে এলাকাবাসি গণধোলাই দিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, সেরাল গ্রামের সৌদি প্রবাসী মানিক কবিরাজের বসত ঘরে বুধবার রাতে সংঘবদ্ধ চোরেরা সিঁদকেটে চুরি করতে যায়। গৃহকর্তা ঘরে চোর প্রবেশ করার পর টের পেয়ে কৌশলে পলাশ সন্যামাত (৩৫) নামের এক চোরকে ঝাঁপটে ধরে ডাকচিৎকার শুরু করে। এসময় এলাকাবাসি এগিয়ে আসলে অন্যান্য চোরেরা পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসি চোরাই কাজে ব্যবহৃত একটি দাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। আটককৃত পলাশের বাড়ি গৌরনদী উপজেলার মাগুরা মাদারীপুর গ্রামে। সে ওই গ্রামের বাবুল সন্যামাতের পুত্র।