সার্জেন্টের হাতে সাংবাদিক লাঞ্ছিত

হাতে লাঞ্ছিত হয়েছেন খালিদ হোসেন নামের এক সাংবাদিক। তিনি অনলাইন নিউজ পোর্টার শীর্ষ নিউজ ডটকমে কর্মরত। গতকাল শুক্রবার দুপুর ১টায় ব্যস্ততম শান্তিনগর মোড়ে এঘটনা ঘটে। খালিদ জানান, রিক্সাযোগে শান্তিনগর মোড় দিয়ে সিদ্ধেশ্বরী অভিমুখে যেতে চাইলে কর্তব্যরত আনসার সদস্য তাকে বাধা দেয়। তখন তিনি সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে দাঁড়ান। এ সময় আনসার সদস্য এসে খালিদকে এখানে কেন দাঁড়ালো এ অজুহাত তুলে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এ সময় খালিদ তার পরিচয় দিয়ে গালাগাল না করার অনুরোধ জানান। ঐ সময় শান্তিনগর মোড়ে দায়িত্ব পালন করার কথা ট্রাফিক সার্জেন্ট মুজিবের। তিনি তা না করে রাস্তার দক্ষিণ পাশে দাঁড়িয়ে এক সুন্দরী তরুণীর সাথে খোশ গল্পে মেতে ছিলেন! এ সময় আনসার সদস্য তাকে ডাক দেয়। তাতে আলাপে ব্যাঘাত সৃষ্টি হয়। আর তখনই তেলে-বেগুনে জ্বলে উঠেন সার্জেন্ট মুজিব। তিনি তেড়ে আসেন এবং শুরু করে খিস্তি-খেউর! যা প্রজাতন্ত্রের কোন বিধিমালায় পড়ে না।  

খালিদের ভাষায়, সার্জেন্ট মুজিব আলাপরত ঐ তরুণীকে দাঁড় করিয়ে দ্রুত খালিদের কাছে আসে এবং তিনিও গালিগালজে আনসার সদস্যের চেয়ে কম যান না। এক পর্যায়ে ঐ তরুণীকে এ্যাকশন দেখাতে খালিদের শার্টের কলার চেপে ধরে। খালিদ গালির প্রতিবাদ এবং নিজের পরিচয় দিলে সার্জেন্ট মুজিব দম্ভোক্তি করে উচ্চস্বরে বলতে থাকে, ‘তোর মত কত সাংবাদিককে দেখলাম। সব শালারা ভুয়া। তোর মত ভুয়া সাংবাদিক পেটালে আমার কিছুই হবে না’। বিষয়টি দেখে কয়েকজন পথচারী এগিয়ে এলে তাদের সাথেও দুর্ব্যবহার করেন সার্জেন্ট মুজিব। সাংবাদিক পরিচয় পেয়ে পথচারীরা সার্জেন্টকে তার শার্টের কলার ছেড়ে দিতে বললে এবং লোকজনের ভীড় বাড়তে থাকায় সার্জেন্ট মুজিব খালিদের কলার ছেড়ে দিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে করতে অপেক্ষামান তরুণীকে ইশারা দিয়ে দ্রুত মহিলা সমিতির দিকে চলে যায়।

এব্যাপারে  ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জায়েদ জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন। তবে তদন্ত করে বিষয়টি দেখা হবে বলে আশ্বস্ত করেন।

সংগ্রহ: ওয়েব