উইলিয়াম-কেট মিডলটনের বিয়ে সম্পন্ন

রাজকীয় রীতি অনুযায়ী একের পর এক আচার অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখছেন প্রায় ২০০ কোটি মানুষ লন্ডন সহ গোটা বিশ্ব দেখতে পেল রাজকীয় বিয়ের অনুষ্ঠান৷ নবদম্পতিকে একবার স্বচক্ষে দেখার আশায় হাজার প্রিন্স উইলিয়াম, কেট মিডলটনের বিয়ে সম্পন্নহাজার মানুষ বাকিংহাম প্রাসাদ ও ওয়েস্টমিনস্টার অ্যাবে সহ কাছাকাছি রাজপথে ভিড় করেছিল৷ তাদের হাতে ছিল ব্রিটেন ও অন্যান্য দেশের পতাকা এবং বিয়ে উপলক্ষ্যে তৈরি বিভিন্ন স্মারক৷ গোটা বিশ্বে সরাসরি সম্প্রচার নিশ্চিত করতে সারাদিন তৎপর টেলিভিশন সংস্থাগুলি৷ অনুমান করা হচ্ছে, প্রায় ২০০ কোটি মানুষ বিয়ের এই অনুষ্ঠান দেখেছেন৷

ব্রিটেনের রাজ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম বিয়েতে পরেছিলেন লাল রংয়ের সেনাউর্দি৻ কনে কেট মিডলটনের পরনে ছিল সনাতনী লম্বা সাদা গাউন৻ বৃহষ্পতিবার এক যৌথ বিবৃতিতে বর কনে বলেছেন, তাঁদের বাগদানের ঘোষণার পর থেকেই সাধারন মানুষের কাছ থেকে তাঁরা যে অকৃত্রিম ভালোবাসা পেয়েছেন, তাতে তাঁরা আবেগাপ্লুত হয়েছেন। সেন্ট জেমস প্যালেস কর্তৃপক্ষ বলছে শুক্রবার ওয়েস্টমিনিস্টার এ্যাবির গির্জায় প্রিন্স উইলিয়াম এবং মিস মিডলটনের বিয়ের যে অনুষ্ঠান, তা হবে সমকালীন ব্রিটিশ জীবনের সর্বোচ্চ প্রতীক৻ এই অনুষ্ঠান দেখার জন্য প্রায় ছয় লক্ষ মানুষ শুক্রবার লন্ডনের রাস্তায় নামবেন বলে মনে করা হচ্ছে৻ ঐ গির্জা এবং বাকিংহাম প্রাসাদের কাছাকাছি এলাকা ম্যালে প্রচুর মানুষ বৃহষ্পতিবার থেকেই তাঁবু গেড়ে অপেক্ষা শুরু করেছেন৻

বিশ্বের ৫০টি দেশের রাষ্ট্রপ্রধানসহ ১৯০০ আমন্ত্রিত অতিথি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। তাদের মধ্যে রয়েছেন বিদেশী রাজ পরিবারের প্রায় ৪০ জন্য সদস্য৻
এছাড়াও সামরিক বাহিনী শীর্ষ অধিনায়ক, এবং ধর্মীয় নেতা ও দাতা সংস্থার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়৻ সূত্র : বিবিসি।

ডিউক ও ডাচেস অফ কেমব্রিজ – বিয়ের পর উইলিয়াম ও কেট’কে এই নামেই ডাকা হবে৷ রানি এলিজাবেথ নাতি ও নাতবউয়েএর জন্য এই উপাধি স্থির করেছেন৷ ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায় মূল বিবাহ অনুষ্ঠানের আগেই বাকিংহাম প্রাসাদ থেকে রানির এই সিদ্ধান্তের কথা জানানো হয়৷ তবে ব্রিটিশ রাজপরিবার বলে কথা, একটি মাত্র উপাধিতে কি আর চলে? উইলিয়াম আরও হতে চলেছেন ‘আর্ল অফ স্ট্রেথার্ন' এবং ‘ব্যারন ক্যারিকফার্গাস'৷ ফলে কেট'এর বাড়তি উপাধি হবে ‘কাউন্টেস অফ স্ট্রেথার্ন' এবং ব্যারনেস ক্যারিকফার্গাস'৷

প্রায় ৩০ বছর পর লন্ডনে এত বড় মাপের এক বিয়ের অনুষ্ঠান দেখা যাচ্ছে৷ ১৯৮১ সালে উইলিয়ামের বাবা-মা চার্লস ও ডায়ানার বিয়েকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, শুক্রবারের অনুষ্ঠান তারও মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছেন৷ সূত্র : ডয়চে ভেলে ।

বৃটিশ যুবরাজ উইলিয়ামের উপাধি ডিউক অব কেমব্রিজ এবং তার স্ত্রী কেটের উপাধি ডাচেস অফ কেমব্রিজ। বিয়ের পর তাদের এই নামেই ডাকা হবে। রানি এলিজাবেথ নাতি ও নাতবউয়ের জন্য এই উপাধি স্থির করেছেন। খবর বিবিসি, আল-জাজিরার ও ফোকাস বাংলা। শুক্রবার ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায় মূল বিবাহ অনুষ্ঠানের আগেই বাকিংহাম প্রাসাদ  থেকে রানির এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে বৃটিশ রাজপরিবার বলে কথা, একটি মাত্র উপাধিতে কি আর চলে? উইলিয়াম আরও হতে চলেছেন ‘আর্ল অফ স্ট্রেথার্ন’এবং ‘ব্যারন ক্যারিকফার্গাস’। ফলে কেট এর বাড়তি উপাধি হবে ‘কাউন্টেস অফ স্ট্রেথার্ন’এবং ব্যারনেস ক্যারিকফার্গাস’।

গোটা বিশ্বের চোখ ছিল এই বিয়ের অনুষ্ঠানের দিকে। হাজার হাজার মানুষ বাকিংহাম প্রাসাদ ও ওয়েস্টমিনস্টার অ্যাবেসহ কাছাকাছি রাজপথে ভিড় করে। তাদের হাতে ছিল বৃটেন ও অন্যান্য দেশের পতাকা এবং বিয়ে উপলক্ষ্যে তৈরি বিভিন্ন স্মারক।

টেলিভিশন সংস্থাগুলি এই আলোচিত বিয়ের অনুষ্ঠানটি গোটা বিশ্বে সরাসরি সম্প্রচার করেছে। প্রায় ২ শত কোটি মানুষ বিয়ের এই অনুষ্ঠান উপভোগ করবে বলে অনুমান করা হচ্ছে৷

প্রায় ৩০ বছর পর লন্ডনে এত বড় মাপের এক বিয়ের অনুষ্ঠান হলো। ১৯৮১ সালে উইলিয়ামের বাবা-মা চার্লস ও ডায়ানার বিয়েকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, শুক্রবারের এ অনুষ্ঠান তারও মাত্রা ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।