উজিরপুরে ধান কাটাকে কেন্দ্র করে বসত ঘরে অগ্নি সংযোগ

অসহায় দুস্থ দুলাল হালদারের জমিতে লাগানো আধা পাকা ধান জোর পূর্বক কেটে নিয়ে, তার বসত ঘরে অগ্নি সংযোগ করে তার স্ত্রী সাবিত্রী হালদার(৪০) ও কন্যা কর্ণ হালদার(২৫) কে কুপিয়ে ও বেধরক পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করেছে পার্শ্ববর্তী সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের ভূমিদস্যু, জোদ্দার, আ: ছোমেদ হাওলাদার, তার পুত্র সৈয়দ হাওলাদার, ইয়ারুল হাওলাদার, ও লাঠীয়াল বাহিনী।

দুলাল হালদারের নিজের লাগানো জমিতে ভূমিদস্যুদের ধান কাটতে বাধাঁ দিলে ভূমিদস্যুরা তার বসত ঘরে অগ্নি সংযোগ করে তার স্ত্রী ও কন্যাকে এলোপাথারিভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত  জখম করলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং হামলাকারী ছোমেদ হাওলাদার ও সৈয়দ হাওলাদারকে গ্রামবাসী আটক করে উজিরপুর থানায় খবর দিলে এ, এস, আই স্বপন কুমার দে ঘটনা স্থলে উপস্থিত হয়ে আটক কৃতদের গ্রেফতার করে উজিররপুর থানায় নিয়ে আসেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটলেও স্থানীয় প্রভাবশালীদের জোরালো তদবীরের কারনে শুক্রবার সারাদিন অসহায় দুলাল হালদার থানায় এজাহার দাখিল করতে পারেনি। পরে অফিসার ইনচার্জ (ওসি), সুকুমার রায়ের কঠোর মনোভাবের কারনে তদবীরকারীরা পিছু হটলে গভীর রাতে দুলাল হালদার থানায় মামলা দায়ের করতে সক্ষম হন।

স্থানীয় সহশ্রাধীক সাধারন মানুষ এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, দুলাল হালদারকে তার ভিটে বাড়ি ছাড়া করতে হামলাকারী ভূমিদস্যুরা তার বসত গৃহে অগ্নি সংযোগ করেছে এবং ইতোপূর্বে দুলাল হালদার তার স্ত্রী, কন্যা ও নাবালক পুত্রদের নামে ভূমিদস্যু ছোমেদ হাওলাদার গংয়েরা ৫টি মিথ্যা ফৌজদারী মামলা দিয়ে হয়রানী করছে। স্বতস্বর্ফত ভাবে ঐ গ্রামের মানুষ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এ ন্যক্যার জনক হামলার ঘটনার বিচার দাবী করেছেন।