ফোর স্টার ফুড কোম্পানির ম্যানেজার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

কাজী জামাল উদ্দীন(৪০) কে তুলে নিয়ে দু’পায়ের রগ কর্তন, হাত ভেঙ্গে দেয়া সহ চোখ উপড়ে ফেলেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে গ্রামের বাড়ি মাদারীপুরের কালকীনি থেকে পুলিশ  তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। রাত ১১টায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

জানা গেছে, কালকীনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদার চর এলাকার করিম কাজীর পুত্র কাজী জামাল উদ্দীন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে জামাল ও তার বেয়াই মন্নান শিকদার স্থানীয় খালেকের হাটে যান। সন্ধ্যা ৬ টার দিকে ২০/২৫ সন্ত্রাসী কমান্ডো স্টাইলে দু’জনকে হাট থেকে পার্শ্ববর্তী এক জুনিয়র মাদ্রাসার পিছনে বাগানে নিয়ে যায়। এরপর জামাল ও মন্নানকে এলোপাথারীভাবে কুপিয়ে জখম করে। শেষে জামালের দু’পায়ের রগ কর্তন করে। একই সঙ্গে তার বাম চোখে বেল্ড দিয়ে আঘাত করে। আহতদের পারিবারিক সূত্র জানায় পূর্ব শত্রুতার জের ধরে সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান চাঁন মিয়ার সন্ত্রাসী বাহিনী এরকম বর্বরোচিত ঘটনার জন্ম দিয়েছে। সন্ত্রাসীদের মধ্যে রয়েছে হাকিম সরদার, ছালাম সরদার, হালিম। শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শুভ গৌরনদী ডটকমকে জানান জামালের অবস্থা আশংকাজনক। তার বাম চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

রগ কর্তনের শিকার জামালের ভাই কালাম কাজী জানান এসব সন্ত্রাসী দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যাকলাপসহ নানাবিধ অপকর্ম করে আসছে। এদের অপকর্মের  বিরুদ্ধচারন করলেই তাদের উপর নির্যাতনের খড়গ নেমে আসে। তিনি জানান জামালকে প্রথমে কালকীনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। এছাড়া অপর আহত মন্নান শিকদার কালকীনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সূত্র জানায় মাস দুয়েক আগে এনায়েত নগর ইউনিয়নে তাস খেলাকে কেন্দ্র করে কালাম নামের এক ব্যাক্তিকে হত্যার ঘটনা ঘটে। ওই হত্যা মামলার আসামীদের মধ্যে কয়েক জন জামালের আত্মীয় হওয়ায় সন্ত্রাসীরা এহেন ঘটনা ঘটিয়েছে।

কালকীনি থানার উপ-পরিদর্শক আশ্রাফ আলী গৌরনদী ডটকম-কে বলেন রগ কর্তনের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(এজে/গৌরনদী ডটকম)