১৯ জুন কালকিনির ১৪টি ইউনিয়নের নির্বাচন

(ইউনিয়ন পরিষদ) নির্বাচন আগামী ১৯জুন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর থেকেই নব উদ্যোমে সংশ্লিষ্টরা নিচ্ছেন প্রস্তুতি। সুন্দর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও ভোটারদের দৃষ্টি আকৃষ্টে সম্ভাব্য প্রার্থীরা নতুন নতুন কৌশল অবলম্বন করছেন।
জানা গেছে, দেশে দ্বিতীয়বারের মত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচন কমিশন থেকে নির্দেশিত তফশিল গত ২৫শে এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শশী কুমার সিংহ ঘোষণা করেছেন। এতে কালকিনি উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মনোনায়নপত্র দাখিলের শেষ দিন ২৩শে মে, মনোনায়নপত্র যাছাই-বাছাই ২৬ ও ২৭ শে মে, প্রার্থীতা প্রত্যাহার ৩রা জুন এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯শে জুন ঘোষিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে প্রথমবারের মত পুলিশ সুপার সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন বিষয়ের বৃত্তান্ত সংগ্রহ করেছেন। নির্বাচনের দিন আইন শৃঙলা পরিস্তিতি আরো সুন্দর রাখতে জেলার ৪উপজেলার নির্বাচন ৫টি ধাপে অনুষ্ঠানের তারিখ ঘোষিত হয়েছে। সম্ভাব্য প্রার্থীরাও রয়েছে আইন শৃঙলা বাহিনীর নজরে। সর্বোপরি প্রশাসন থেকে গত সময়ের চেয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন কালকিনি থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহিন মন্ডল।
ভোটের অধিকার আদায়ে সাধারণ ভোটারদের অভিব্যক্তির বিষয়ে জানতে চাইলে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জানান, বংশগত বা মোটা অঙ্কের টাকার দিকে এখন আর কোন ভোটারের নজর নেই। দলের পরিচয় দিলে কোন পাত্তাই পাওয়া যায় না। তাই বিভিন্নভাবে দোয়া প্রার্থনা করতে হচ্ছে।
ভোটারা জানান, স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয়ভাবেই থাকা উচিত, এ নিয়ে সরকারী দল ও বিরোধী দলের তর্ক-বিতর্কের দৌড়-ঝাপ না করাই ভালো। যোগ্য প্রার্থীরাই এ নির্বাচনে বিজয়ী হবে, কোনো দলের সমর্থণ নিয়ে না। তাছাড়া নির্বাচন আসলেই কতিপয় ব্যক্তিরা এলাকায় হাজির হয়, টাকার জোড়ে দলীয় সমর্থণ নিয়ে আসে, নির্বাচন গেলে আর খবর থাকে না, এদের দিন শেষ।
ভোটাররা আরো জানান, প্রার্থীরা আত্মীয়তার, বংশগত, পূর্বের সহযোগীতা ও ভবিষ্যতে পাশে থাকার নিশ্চয়তাসহ বিভিন্ন প্রতিশ্র“তি দিয়ে দোয়া চাইছেন। অংশ নিচ্ছেন শালিস মিমাংশাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। ভোটারদের মন আকৃষ্ট করতে যা প্রয়োজন সবই করছেন। ভোটের দিন পর্যন্ত  কীভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে তার ছক আঁকছেন প্রার্থীরা।