বরিশালে ড্রেন থেকে অস্ত্র উদ্ধার

কাটা বন্দুক একটি কাটা রাইফেল ও একটি শর্টগানসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময় সেখানে শ’শ কৌতুহলী জনতার ভীড় জমে।

জানা গেছে, কাউনিয়ার ব্রাঞ্চ রোডের পুলিশ সেকশন এলাকায় সকাল থেকে ড্রেন সংস্কারে শ্রমিকরা কাজ করতে ছিল। বেলা সাড়ে ১১টায় ড্রেনের মাটি খুঁড়তে গিয়ে পলিথিনে মোড়ানে একটি ব্যাগ দেখতে পান শ্রমিক শহিদ হোসেন। ব্যাগের মধ্যে অস্ত্রের সন্ধান পেয়ে শ্রমিক লিটন,সোহেল ও স্থানীয়দের জানান দেন শহিদ। এরপর কাউনিয়া থানা পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিএমপির সহকারী পুলিশ কমিশনার ইয়াসমিন,কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম,উপ-পরিদর্শক কাজী আনোয়ার হোসেন ও মুকুল। পুলিশ ব্যাগের মধ্য থেকে একটি শর্টগান ও এক রাউন্ড এবং ২টি কাটা বন্দুক উদ্ধার করে।

দুপুর আড়াইটার দিকে ড্রেনের একই স্থানের  সন্নিকট থেকে সিমেন্টের ব্যাগ থেকে আরো ১টি কাটা রাইফেল,এক রাউন্ড পিস্তলের গুলি ও থ্রি নট থ্রি’র এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন ড্রেনের উদ্ধার অভিযান আপাতত সম্পন্ন হয়েছে। তবে সেখানে পুলিশের সোর্স রয়েছে। অস্ত্রের সঙ্গে সম্পূক্তদের বিষয়ে খোঁজ খবর নিতে পুলিশের নজরদারী রয়েছে। তিনি আরো বলেন পরিত্যাক্ত অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগতভাবে থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।