বরিশালে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধুর নাম স্মৃতি(১৮)। আজ সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

জানা গেছে, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ পত্রিকার পিয়ন শীতলাখেলা এলাকার  জালাল হাওলাদারের পুত্র রাসেল আহমেদ নামের যুবকের সঙ্গে  নতুন বাজার পাবলিক স্কুলের গলির বাসিন্দা দেলোয়ারের কন্যা স্মৃতি’র মন দেয়া নেয়া চলছিল। বছর দুয়েক আগে রাসেল-স্মৃতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। এরপর স্মৃতি রাসেলের শীতলখলার বাসায় বসবাস করে আসছিল। বিয়ের পর স্মৃতির শাশুড়ী নানা অজুহাতে তার সঙ্গে ঝগড়া করে অশ্লীল ভাষায় গালাগাল দিত। এমনকি তার গায়ে হাত তুলত বলেও স্মৃতির মা রাবেয়া বেগম অভিযোগ করেন।  তাদের দাবী স্মৃতিকে সহ্য করতে না পারায় হত্যা করা হয়েছে। স্মৃতির পিতা দেলোয়ার হোসেন বলেন এ ঘটনায় তিনি থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

স্বামী রাসেল জানায় সকালে তার মায়ের সঙ্গে স্মৃতির কথার কাটাকাটি হয়েছে। বাসায় কেউ না থাকার সুযোগে স্মৃতি বাসার ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আতœহত্যা করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর তাকে আম্বিয়া হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন। স্মৃতির শাশুড়ি কলি বেগম বেগম জানায় সকালে তিনি নাস্তা খেয়ে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকে আয়া পদে দ্বায়িত্ব পালনে যান। পরে শুনতে পান স্মৃতি আতœহত্যা করেছে। বরিশাল কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর বলা যাবে এটা আত্মহত্যা না হত্যা।