ত্রি-ধা বিভক্ত আগৈলঝাড়ার যুবদল

এক গ্র“পের বিরুদ্বে অপর গ্র“পের অভিযোগ। উপজেলার ৫ ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটি  অসাংগঠনিক  বলে দাবী   তুলে ক্ষোভ প্রকাশ করেছেন দু’গ্র“পে । এক গ্র“পের কমিটির বিরুদ্বে প্রতিবাদে সভা। এলাকায় উত্তেজনা সংঘষের আশংক্ষা। এক সপ্তাহের মধ্যে  ৫ ইউনিয়নের যুবদলের পূণাংগ কমিটি গঠন করাহবে সম্মেলনের মাধ্যমে জানালেন উপজেলা বিএনপি।

দলীয় সূত্রে জানাগেছে,আগৈলঝাড়ায় তথাকথিত উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে গত ২৯ এপ্রিল ৫টি ইউনিয়নের যুবদলের কমিটি ঘোষণা করা হয়।ওই কমিটিকে প্রত্যাখাণ করে অসাংগঠনিক দাবী করে আগৈলঝাড়া বিএনপি ও যুবদল আরিফ হোসেন ফিরোজে স্ব-ঘসিত কমিটির বিরুদ্বে গত ১ মে রোববার সকালে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন তালুকদারের বাড়িতে  এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  ওই সভায়  সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের এক গ্র“পের আহ্বায়ক আলী হোসেন ভূয়া স্বপন। প্রতিবাদ সভায় প্রধাণ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি  আব্দুল লতিফ ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আফজাল হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম, গৈলা ইউনিয়ন বিএনপির সম্পাদক বাহাউদ্দিন,যুবদল যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম টিটন, ইমামুল ইসলাম মুকুল, মাহাদুন জাহিদ জয়, মিজানুর রহমান মিঠু, সিপন হাওলাদার, ওবাইদুল মৃধাসহ প্রমূখ। বক্তরা বলেন,স্ব-ঘোষিত যুবদলের আহবায়ক আরিফ হোসেন ফিরোজসহ গুটি কয়েক অসাংগঠনিক লোক দীর্ঘ দিন যাবদ দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপ তৎপরতা চালাচেছ। এদের চক্রান্ত থেকে সকলকে নিদের্শ দেওয়াহয়। অন্যদিকে আরিফ হোসেন ফিরোজে  উপজেলা যুবদলের আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক আবুল হোসেন মোল্ল উপজেলার ৫ ইউনিয়র যুবদলের কমিটিকে ভুয়া দাবী করে বলেন ওই কমিটিতে যাদেরকে রাখা হয়েছে তারা  অনেকেই জানেন না বলে জানিয়েছেন। অসাংগঠনিক ভাবে ওই কমিটি  গঠন করা হয়েছে বলে দাবি করেছেন ২৬ জন যুবদল নেতা।