ঝালকাঠির শিক্ষক নেতৃবৃন্দের আন্দোলনের ঘোষনা

কেন্দ্রীয় কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষনা করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান। বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি সদর উপজেলা শাখার সম্মেলন উপলক্ষে রোববার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব সৈয়দ দেলোয়ার হোসেন এ আহবান জানান।

ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে প্রান কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের নেতা আ: বারেক হাওলাদার, মো: রেজাউল করিম, আবুল কালাম, মোসলেম আলী সিকদার, আ: জব্বার হাওলাদার, কিরন চন্দ্র হালদার, বিজয় কৃষ্ণ বড়াল, জাহিদ হোসেন ও সাফিয়া খাতুন প্রমূখ। সম্মেলনে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের নির্ধারিত হারে বাড়ি ভাড়া, বার্ষিক ইনক্রিমেন্ট, সরকারী শিক্ষক-কর্মচারীদের ন্যায় মেডিকেল ভাতাসহ অনান্য দাবী আদায়ের লক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষনা করেন স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ। সম্মেলন শেষে রেজাউল করিমকে সভাপতি , আ: জব্বার হাওলাদারকে সিনিয়র সহ-সভাপতি, মোসলেম আলী সিকদারকে সাধারন সম্পাদক , জাহিদ হোসেনকে সহ-সাধারন সম্পাদক এবং ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাংগ কমিটি ঘোষনা করা হয়। অন্যদিকে জেলা কমিটি গঠনের লক্ষে আগামী ১৭ মে ধার্য করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও শিক্ষক সমিতি ঐক্যজোটের সমন্বয়কারী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আয়োজক কমিটি জানিয়েছেন। এ সম্মেলন বাস্তবায়নের জন্য আ: বারেক হাওলাদারকে আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে।