যুদ্ধাপরাধী ও রাজাকার মুক্ত-স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার অঙ্গিকার করে গতকাল শুক্রবার বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রসাশনের উদ্যোগে নানা আয়োজন ছাড়াও আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বনার্ঢ্য র্যালীসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। আগৈলঝাড়া উপজেলা প্রসাশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।