পুলিশের গ্রেফতার আতংকে পালিয়ে বেড়াচ্ছে এক দিনমজুর

  ও তার ভাই কাঠ মিস্ত্রি মিথ্যে চাঁদাবাজি মামলার আসামি হয়ে পুলিশের গ্রেফতার আতংকে গত ১০দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন।

গতকাল সোমবার দিনমজুর আনিচ মজুমদার পালিয়ে গৌরনদী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বার্থী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য বদরুজ্জামান খান সবুজের পক্ষে কাজ করেন। এ কারনে পরাজিত ইউপি সদস্য সৈয়দ নকিবুল হকের সমর্থক চুন্নু মীর, সোহাগ ও মিনহাজ মীরের নেতৃত্বে ৭/৮ জনে নির্বাচনের পরবর্তী সময়ে তার ওপর হামলা চালায়। ওইসময় তার স্ত্রী রেখা বেগম ডাকচিৎকার শুনে এগিয়ে আসলে প্রতিপক্ষ প্রভাবশালীরা রেখাকেও বেদম মারধর করে। হামলার একপর্যায়ে তাদের পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়া হয়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় দিনমজুর আনিচ মজুমদার ৫ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলা থেকে রেহাই পেতে প্রতিপক্ষ নান্নু মীর বাদি হয়ে বরিশাল আদালতে দিনমজুর আনিচ মজুমদার ও তার ছোট ভাই কাঠমিস্ত্রি ইউসুফ মজুমদারকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। আনিচ মজুমদার আরো অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজনে মিথ্যে মামলা দায়েরের পর একাধিকবার রাতে বাঁশি বাজিয়ে পুলিশের ভয় দেখায়। উপায়অন্তুর না পেয়ে মিথ্যে মামলার আসামি হয়েও পুলিশের গ্রেফতার আতংকে গত ১০ দিন থেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন দিনমজুর আনিচ মজুমদার ও তার ছোট ভাই ইউসুব মজুমদার।

অসহায় দিনমজুর আনিচ মজুমদার মিথ্যে মামলা থেকে রেহাই পেতে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি’র) আশু হস্তক্ষেপ কামনা করেছেন।