আগৈলঝাড়ায় সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত

ও দুপুরে পৃথক হামলা ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সোমবার সকালে ধান কাটা নিয়ে বিরোধের জের ধরে কাঠিরা গ্রামের ধীরেন মিস্ত্রি ও তার সহযোগীরা কুপিয়ে মারাত্মক জখম করে একই গ্রামের ভবতোষ হালদারসহ ৩ জনকে। পূর্ব শত্র“তার জেরধরে ওইদিন দুপুরে বাকাল গ্রামের বিরেন হালদার ও তার লোকজনে ক্ষুর দিয়ে কুপিয়ে জখম করে একই গ্রামের বাসুদেব ফলিয়া ও তার স্ত্রী নিলিমাসহ ৩ জনকে। লিচুপাড়াকে কেন্দ্র করে সোমাইরপাড় গ্রামের জলিল ও জাহাঙ্গীর বাহাদুর পিটিয়ে গুরুতর আহত করে পাশ্ববর্তী বাড়ির সুফিয়া বেগম, আজিজুল ইসলাম, আব্দুল বাহাদুর, আফজাল হোসেনকে। বাড়ির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে কোদালধোয়া গ্রামে প্রতিপক্ষ গোপাল ও গান্ধি ওঝার হামলায় আহত হয়েছেন একই বাড়ির প্রলাত ওঝা, হাসি রানী ওঝা, সুমী, প্রনয় ওঝাসহ ৫ জন। গুরুতর আহত ১০ জনকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।