মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ধর্ষিতা কিশোরী সাথী

উন্নতি হয়নি ধর্ষিতা কিশোরী সাথী আক্তারের (১৩)। গত নয়দিন থেকে ধর্ষিতা কিশোরী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের (ওসিসি) ইনচার্জ এস.আই মোঃ মাসুম বলেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের তত্বাবধানে ধর্ষিতার চিকিৎসা চলছে। ইতোমধ্যে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক তদন্তে কিশোরী ধর্ষিত হওয়ার আলামত পাওয়া গেছে। চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

অপরদিকে রবিবার গভীর রাতে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক হোসনাবাদ গ্রামে জাকির হোসেনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে পাঠানো হয়।

ধর্ষিতার পিতা উপজেলার কুড়িরচর গ্রামের দিনমজুর ইয়াকুব আলী জমাদ্দার গতকাল সোমবার সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করে জানান, তার কন্যা সাথী আকতার গত ২৩ এপ্রিল দুপুরে তার বড় জামাতা হোসনাবাদ গ্রামের সবুজ সিকদারের বাড়িতে বেড়াতে যায়। ওইদিন রাতে জামাতার ঘরের বারান্দায় ঘুমানো অবস্থায় পাশের ঘরের হারুন অর রশিদের লম্পট পুত্র ব্যাবসায়ী জাকির হোসেন (৩০) কৌশলে ঘরের ভিতরে প্রবেশ করে হাত মুখ বেঁধে জোরপূর্বক তার কিশোরী কন্যাকে ধর্ষন করে। ধর্ষক চলে যাওয়ার পর ওই রাতেই ধর্ষিতা বিষয়টি তার বড় বোন সুখী বেগমকে জানায়। তিনি আরো অভিযোগ করেন, বিষয়টি ধামা চাপা দেয়ার জন্য ও মামলা দায়ের করতে বাঁধা প্রদান করে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা। প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।