ঝালকাঠিতে নারী নীতির বিপক্ষের মিছিলে পুলিশের বাঁধায় পন্ড

বাঁধায় পন্ড হয়ে গেছে।  মিছিল শেষে ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে ফেরার পথে পুলিশের হামলায় ৫ নেতা-কর্মী আহত হয়েছে। আহতরা হল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ঝালকাঠি জেলা কমিটির অর্থ সম্পাদক মাও: আ: রব, নলছিটি উপজেলা কমিটির সহ-সভাপতি মাও: মাসুম বিল্লাহ, ছাত্র আন্দোলনের নেতা আবদুল্লাহ , হাফেজ মঈনউদ্দিন ও  মাসুম মল্লিক। সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকে শহরের সদর চৌমাথায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে  চরমোনাই পন্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ঝালকাঠি জেলা কমিটি সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে মসজিদের ভেতর থেকে কিছু মুসুল্লি নামাজে বিঘেœর কথা বলে উস্কানী দিলে বিক্ষোভকারীরা মিছিল সহকারে কামারপট্টি মোড়ের দিকে এগুতে থাকে। দায়িত্বরত পুলিশের এসআই গোলাম মোস্তফা মিছিলকারীদের বাাঁধা দেয়ার চেষ্টা চালায়। কিন্তু বিক্ষোভকারীরা পুলিশী বাঁধা উপেক্ষা করে কামারপট্টি মোড়ে এসে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা ঐ স্থানেই মোনাজাত করে সমাবেশ শেষ করে। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাও: ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাও: আহসানুল হক খান সবুজ প্রমূখ। সমাবেশে বক্তারা চরমোনাইর পীরকে লাঞ্ছিতসহ সারাদেশে নেতা-কর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানান।