বরিশাল বিএম কলেজ বন্ধ ঘোষনা

ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১২ মে পর্যন্ত কলেজ বন্ধ থাকবে।

কলেজের অধ্যক্ষ ড.ননী গোপাল দাস জানান ক্যাম্পাসে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় কলেজ বন্ধ ঘোষনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে যথারীতি অনার্স  দ্বিতীয় বর্ষের প্রাকটিক্যাল- ভাইবা ও মাস্টার্স পরীক্ষা চলবে।

প্রসঙ্গত বাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ দু’গ্র“পে বিভক্ত হয়ে পড়ে। এরমধ্যে রফিক সেরনিয়াবাদ সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আবদুল¬াহ’র পন্থি। অপরদিকে বিসিসি মেয়র শওকত হোসেন হিরন পন্থী হিসাবে পরিচিত ছাত্রনেতা হলেন মঈন তুষার ও নাহিদ সেরনিয়াবাদ। কলেজের সাধারন শিক্ষার্থী,বামপন্থী ছাত্রসংগঠনসহ ছাত্রলীগের অধিকাংশ নেতা-কর্মী তুষার- নাহিদের রাজনীতির সঙ্গে একাতœতা প্রকাশ করে বাকসুর নির্বাচনের দাবীতে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। বিপরীতদিকে রফিক বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে রাজনীতি করছে। গত শুক্রবার সাধারন শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে অছাত্র রফিক সেরনিয়াবাদকে ক্যাম্পাসে মারধর করে। শনিবার দুপুরে ক্যাম্পাসে দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।