যোগাযোগমন্ত্রীর জন্য অপেক্ষা. . . .

যাতায়তে ঝুকিপূর্ণ হয়ে পড়া উপজেলার প্রধান সড়ক ৪ লেনে উন্নতিকরণের ২৬কোটি টাকার কাজের উদ্বোধন এবং এলজিইডির অধীনে আড়িয়াল খাঁ নদীর উপর খাসের হাট ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে তার নির্বাচনী এলাকা মাদারীপুরের কালকিনি উপেজলাবাসীকে। ইতোমধ্যে তিনবার তার আগমনের তারিখ ঘোষিত হলেও তা স্থগিত করা হয়েছে। তার আগমন উপলক্ষে কোটিরও বেশী টাকার উন্নয়নমূলক কাজ আরম্ভ করা যাচ্ছে না। তবে তিনি কবে নাগাত উপরোক্ত কাজগুলো উদ্বোধন করতে আসবেন তা এখনো নির্ধারণ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি-ভূরঘাটা সড়ক যাতায়তে ঝুকিপূর্ণ হয়ে রয়েছে দীর্ঘদিন থেকেই। সৈয়দ আবুল হোসেন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরই উক্ত সড়কটি এলজিইডি থেকে সড়ক ও জনপদ বিভাগের অধীনে নিয়ে যান। উপজেলাবাসীর যোগাযোগের মূল মাধ্যম এ সড়কে গত প্রায় আড়াই বছরেও  মেরামত না করায় হতাশ হয়ে পড়েছে সকলেই। উক্ত সড়কটি ৪ লেনে উন্নতিকরণ কাজ শুরু হওয়ার কথা বলে আসছেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক গত ৬মাস আগে থেকেই। সড়কের কাজের বিষয়ে বিভিন্ন জনসভা ও আলোচনা সভায় যে আশ্বাসের কথা বারবার তিনি বলেছিলেন তার বাস্তবে কোন মিল না থাকায় এখন আর তার কথায় কেউ নজর দিচ্ছে না বলে একাধিক ব্যক্তি জানিয়েছেন।  

স্বাস্থ্য সেবা উন্নতকরণের লক্ষে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ৩তলা বিশিষ্ট ভবন প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। নবনির্মিত ভবন উদ্বোধন না করায় তাতে এখনো কার্যক্রম শুরু করা হয়নি। উদ্বোধনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মশিউর রহমান।

এদিকে আড়িয়াল খাঁ নদীর উপর খাসের হাটে ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপনও করবেন সৈয়দ আবুল হোসেন। ইতোমধ্যে উক্ত ব্রীজের নামফলক নির্মাণ করা হয়েছে।

উপরোক্ত ৩টি উন্নয়নমূলক কার্যক্রম শুরু করতে গত ৯এপ্রিল তিনি কালকিনিতে আসছেন বলে শোনা যাচ্ছিল। পরে শোনা গেল তিনি ১০এপ্রিল আসবেন। পরবর্তীতে সৈই তারিখও পরিবর্তন করে শোনা গেল ২৭এপ্রিল তিনি কালকিনিতে আসবেন। কিন্তু বিশ্ব ব্যাংকের সাথে পদ্মা সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষরের ব্যস্ততায় ২৭এপ্রিলও স্থগিত হয়ে যায়। এখন তিনি কবে আসতে পারবেন তা নিশ্চিত করে সরকারী দলের স্থানীয় কোন নেতা নিশ্চিত করে বলতে পারেননি।

এদিকে উক্ত ৩টি কাজের উদ্বোধন করায় যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙিয়েছেন কয়েক স্বেচ্ছাসেবকলীগ নেতা।