প্রবাসীর স্ত্রী-পুত্রর ওপর হামলা ও লুটের অভিযোগ

কালাম হাওলাদারের স্ত্রী ও পুত্রের ওপর গতকাল মঙ্গলবার বিকেলে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করেছেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের প্রভাবশালী আফছের আলী হাওলাদারের সাথে দীর্ঘদিন থেকে প্রবাসী আবুল কালামের পরিবারের বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরধরে গতকাল মঙ্গলবার বিকেলে প্রবাসীর স্ত্রী রুনা বেগম (৩৩) তার কলেজ পড়ুয়া পুত্র নাহিদ হাওলাদারকে (১৭) নিয়ে বাবার বাড়ি জল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে প্রভাবশালী আফছের আলী হাওলাদার ও তার পুত্র বশার ও সাদ্দাম হাওলাদার রুনা ও তার পুত্র নাহিদের ওপর হামলা চালায়। রুনা বেগম অভিযোগ করেন, হামলাকারীরা তার সাথে থাকা নগদ ২০ হাজার টাকা ও ব্যবহৃত একভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। স্থানীয়রা গুরুতর আহত রুনু ও তার পুত্র নাহিদকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে ওইদিন রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।