বর ও কনে পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা

এ সময় দুটি বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘন্টাকালব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ মে) রাতে বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

গৌরনদী থানার উপ-পরিদর্শক এস.আই আনোয়ার হোসেন জানান, প্রেমের সম্পর্কে ওই গ্রামের রাজ্জাক সরদারের পুত্র সজিব সরদার অতিসম্প্রতি একই গ্রামের আরিফ আকনের কন্যা স্মৃতি নাহারকে বিয়ে করে। এ বিয়েতে বাঁধ সাধেন কনের পরিবার। এ নিয়ে উভয় গ্র“পের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জেরধরে মঙ্গলবার রাত নয়টার দিকে রাজ্জাক সরদারের বাড়িতে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালীন সময় কনে পক্ষের ভাড়াটিয়া লোকজনে বর পক্ষের ওপর হামলা চালায়। এসময় উভয়গ্র“পের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রাজ্জাক সরদার, সজিব, রাজিব, ফুলমালা বেগম, শহিদ, শামীম, লিটন, আরিফ আকন, বাবু আকন, হাসানাত ও মালা বেগম আহত হয়। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘন্টাকালব্যাপী সংঘর্ষে উভয়গ্র“প দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে। সংর্ঘষ চলাকালীন রাজ্জাক ও আরিফ হোসেনের বসত ঘরে প্রতিপক্ষের লোকজনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ লুটপাট করেছে। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় গতকাল বুধবার সকালে উভয়গ্র“প থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।