মে ২১ খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে আসছেন

বেগম খালেদা জিয়া ৬ দিনের সফরে আগামী ২১ মে Khaleda Zia with Hilary Clintonযুক্তরাষ্ট্র আসছেন।
 

ঢাকা থেকে প্রাপ্ত সূত্র মতে, বিএনপি চেয়ারপারসন ২১ ও ২২ মে নিউইয়র্কে অবস্থান করবেন। এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির দেয়া এক সম্বর্ধনা সভায় যোগ দেবেন তিনি। দেখা করবেন বিশিষ্ট ব্যক্তিরা। সম্বর্ধনা অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের জন্য বিএনপির প্রবীণ নেতা ডাঃ মজিবুর রহমান মজুমদারকে আহবায়ক ও বেলাল মাহমুদকে সদস্য সচিব করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সিনিয়র কো-কনভেনর হয়েছেন শরাফত হোসেন বাবু। কো-কনভেনর হিসেবে রয়েছেন সোলায়মা ভূইয়া, জিল্লর রহমান জিল্লু, মোস্তফা কামাল পাশা বাবুল, জসিম উদ্দিন ভূইয়া । প্রস্তুতি কমিটির সদস্যগণের মধ্যে রয়েছেন আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহাম্মেদ, আবুল হাসেম বুলবুল, কানাডা বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, তোফায়েল চৌধুরী লিটন এবং ড. গুলজার প্রমুখ।

২৩ মে বেগম জিয়া নিউইয়র্ক থেকে সড়কপথে ওয়াশিংটন যাবেন। সেখানে তার সফরের মূল কর্মসূচি; যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র সরকার ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক। এ ছাড়াও কিছু দলীয় অনুষ্ঠানের আয়োজন চলছে সেখানে। ২৬ মে বিএনপি চেয়ারপার্সন দেশে ফিরে যাবেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে জাতিসংঘ সাধারন পরিষদের ৬০ তম অধিবেশনে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে সফর করেন। দীর্ঘ ৬ বছর পরে অনুষ্ঠিত এ সফর নিয়ে স্থানীয় বিএনপি, অংগ সংগঠন এবং প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বিপুল আগ্রহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, এ সফরকে কেন্দ্র করে বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনার জ্ঞান ও তথ্য ভান্ডার- "জিয়া লাইব্রেরী" (www.zialibrary.com) উদ্বোধনের আয়োজন চলছে জোরেসোরে। বেগম জিয়ার সফরের ওপর নিয়মিত আপডেট থাকবে আমাদের সংবাদ মাধ্যমে।