লিমন এখন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাত ১২টায় তাকে বরিশালের উদ্দেশ্যে পাঠানো হয় বলে জানান  ঝালকাঠি জেলা কারাগারের জেলার।

জেলার আমানুল্লাহ জানান, লিমনের একটি পা কাটা এবং শারিরিকভাবে সে অসুস্থ।

তাই আদালতের নির্দেশে তার চিকিৎসকের জন্য বরিশাল কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।

আমানুল্লাহ আরো বলেন, মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে লেমনকে ঝালকাঠি কারাগারে আনা হয়।

এরপর আদালতের নির্দেশ অনুযায়ী রাত ১টায় লিমনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ সগির মিয়া বলেন, রাত ২টা ১৫ মিনিটে লিনকে গ্রহন করা হয়।

চিকিৎসার জন্য রাত পৌনে তিনটায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুর রশিদ জানান, লিমনকে প্রিজন সেলে ভর্তি করার খবর পেয়েছি।

সকালে তাকে চিকিৎসক অর্থোপেডিক্স ওয়ার্ডে স্থানান্তর করেছে।

অর্থোপেডিক্স সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বাবুল কুমার সাহা বলেন, লিমন বর্তমানে অর্থোপেডিক্স সার্জারী বিভাগের ইউনিট-২ চিকিসাধীন রয়েছে।

তাকে ঢাকা পঙ্গু হাসপাতাল থেকে দেয়া চিকিৎসা চলছে।

লিমনের শারিরিক অবস্থা ভালো বলে জানান চিকিৎসক।

লিমনের আইনজীবী মানিক লাল আচার্য্য বলেন, সকাল ৯টায় ঝালকাঠি কারা কতৃপক্ষ তার চিকিৎসার ব্যবস্থা করা বিষয় আদালতকে অবহিত করেছে।

র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলায় পুলিশ লিমনকে মঙ্গলবার রাত ৮টায় ১০ মিনিটে ঝালকাঠি জেষ্ঠ্য বিচারিক আদালতে হাজির করলে আদালতে লিমনকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন ।

সেই সাথে লিমনের আইনজীবির আবেদনের প্রেক্ষিতে লিমনের চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষকেও নির্দেশ দেয় আদালত।

লিমনের চিকিৎসার বিষয়টি বুধবার আদালকে অবহিত করার জন্য আদেশ দেন হাকিম।